scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

দাম্পত্য জীবন সুখের করতে ভারতীয়দের পছন্দ কী?

ভারতে
  • 1/12

ভারতে ৬২ শতাংশ পুরুষ এবং ৫৮ শতাংশ মহিলা তাদের যৌন জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট। সম্প্রতি একটি সমীক্ষায় তারা যৌন জীবন সম্পর্কে অনেক কথাই বলেছেন। জেনে নিন, ভারতীয়রা ঠিক সেক্স পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। (সব ছবি প্রতীকী)
 

ইন্ডিয়া টুডে
  • 2/12

ইন্ডিয়া টুডে সেক্স সার্ভে ২০১৯- সংগৃহীত তথ্য জানাচ্ছে, ভারতীয়দের সবচেয়ে প্রিয় সেক্স পজিশন হল 'মিশনারি'।

সমীক্ষায়
  • 3/12

সমীক্ষায় ৪০ শতাংশ ভারতীয়ের দাবি, পুরুষরা সঙ্গিনীর উপরে থাকলে সেই মুহূর্তটি বেশি উপভোগ করেন তাঁরা। অন্যদিকে, ২২.৬ শতাংশ ভারতীয়ের দাবি মহিলারা সঙ্গীর উপরে থাকলে সেই মুহূর্ত বেশি উপভোগ করা যায়। 

Advertisement
এক রিপোর্ট
  • 4/12

এক রিপোর্ট অনুযায়ী, মিশনারি পজিশনেই সবথেকে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। কারণ এই পজিশনে পুরুষ উপরে থাকে। মহিলা সহজেই নিজের সঙ্গীকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। 

ব্রিটেন ও আমেরিকায়
  • 5/12

ব্রিটেন ও আমেরিকায় পরিচালিত একটি গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে, মিশনারি সমগ্র বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সেক্স পজিশন।

তবে গত কয়েক
  • 6/12

তবে গত কয়েক বছরে  যৌন অবস্থান সম্পর্কে মানুষের চিন্তাধারায়ও একটি বড় পার্থক্য দেখা গেছে। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত সঙ্গম চলাকালীন মহিলারা উপরে থাকবে অর্থাৎ উম্যান অন দ্য টপ- এই পজিশন পছন্দ করতেন ১০-১৫ শতাংশ মানুষ। ২০১৯ সালে সেটা বেড়ে হয়েছে ২২ শতাংশ।

অপরদিকে
  • 7/12

অপরদিকে, ২০১২ সালে সঙ্গমের সময়ে পুরুষরা উপরে থাকবেন অর্থাৎ মিশনারি পজিশন পছন্দ করতেন ৫৯ শতাংশ জন ভারতীয়। ২০১৯ সালে সেটা কমে হয়েছে ৪০ শতাংশ। 
 

Advertisement
২০০৫ সালে
  • 8/12

২০০৫ সালে, ৩৮ শতাংশ মানুষ মিশনারি পজিশনকে পছন্দ করেছিলেন। অপরদিকে উম্যান টপ পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন ১৫ শতাংশ। 

২০০৭ সালে
  • 9/12

২০০৭ সালে ৬০ শতাংশ মানুষ মিশনারি পজিশনকে পছন্দ করেন। অপরদিকে উম্যান টপ পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন ১২ শতাংশ। 

২০১২ সালের
  • 10/12

২০১২ সালের ফলাফলও প্রায় একই হয়েছিল। ৫৯ শতাংশ মানুষ মিশনারি পজিশনকে পছন্দ করেন। অপরদিকে উম্যান টপ পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করতেন ১২ শতাংশ।
 

কিন্তু ২০১৯
  • 11/12

কিন্তু ২০১৯ সালে বড় পরিবর্তন হয়। মিশনারি পজিশনের জনপ্রিয়তা ৫৯ শতাংশ থেকে নেমে হয় ৪০ শতাংশ। 

Advertisement
অন্যদিকে
  • 12/12

অন্যদিকে ৫ বছরে উম্যান টপ পজিশনে জনপ্রিয়তা বেশি হয়েছে। ১০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে সেটা হয়েছে ২২ শতাংশে। 
 

Advertisement