scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Wedding Destinations: রাজকীয়ভাবে বিয়ে করতে চান? রইল দেশের ১০ টি সেরা জায়গার নাম

ওয়েডিং ডেস্টিনেশন
  • 1/11

বিয়ে নিয়ে বেশিরভাগ ব্যক্তিরই স্বপ্ন থাকে। আর সেটা রাজকীয় ভাবে করতে কে না চায়? সম্প্রতি ভারতে 'ওয়েডিং ডেস্টিনেশন'- এর ট্রেন্ড অনেক বেড়ে গেছে। নিজেদের বিয়ে অনেক বেশি স্মরণীয় করতে, অনেকেই লক্ষ- লক্ষ কিংবা কোটি কোটি টাকা খরচ করছেন। অনেক সময়ে ভুল জায়গা বেছে নেওয়ার জন্যে সমস্ত প্ল্যান মাটি হয়ে যায়। তাই জেনে নিন, ভারতের ১০ টি জায়গা যেটি আপনি বেছে নিতে পারেন নিজেদের বিয়ের জন্যে। 

ওয়েডিং ডেস্টিনেশন
  • 2/11

 কেরালা 

কেরালার সুন্দর সমুদ্র- সৈকতের জন্যে এই স্থান জনপ্রিয়‌। যদিও এর আগে ওয়েডিং ডেস্টিনেশন হিসাবে কেরালা ততটা পরিচিত ছিল না। তবে যারা লোকজনের ভিড় থেকে একটু শান্ত পরিবেশ পছন্দ করেন, তাঁদের কেরালার সৈকত খুব ভালো লাগবে। কোলাভমের লীনা রিসর্ট বিয়ের জন্যে বেশ ভালো। সেপ্টেম্বর থেকে মার্চ মাস এখানে  বিয়ের জন্যে বেছে নেওয়া ভালো।

ওয়েডিং ডেস্টিনেশন
  • 3/11

ঋষিকেশ 

ঋষিকেশের মতো পবিত্র স্থানে বিয়ে করলে একেবারে অন্য রকম অনুভূতি হবে, তা বলাই বাহুল্য। বহু দূর থেকেও এখানে ডেস্টিনেশন ওয়েডিং করতে আসেন অনেকেই। ঋষিকেশের  মনোরম পরিবেশ সকলের প্রিয়। এখানের গঙ্গার কিনারায বিয়ের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ। ঋষিকেশের রাজাজি ন্যাশনাল পার্ক বিয়ের স্থান হিসেবে সবচেয়ে জনপ্রিয়। এখানে অক্টোবর থেকে মার্চ মাস বিয়ের জন্য সবচেয়ে আদর্শ। 

Advertisement
ওয়েডিং ডেস্টিনেশন
  • 4/11

গুজরাট 

 উচ্চ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্যে গুজরাট অনবদ্য। আপনি যদি রাজকীয় ভাবে বিয়ে করতে চান তাহলে গুজরাট আপনার জন্য আদর্শ হবে। এখানে বিভিন্ন ঐতিহ্যশালী দুর্গগুলিতে বিয়ের জন্যে খুব ভালো করে আয়োজন করা যায়। আবহাওয়া অনুযায়ী নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস এখানে বিয়ে করার জন্য সর্বশ্রেষ্ঠ সময়ে। 

ওয়েডিং ডেস্টিনেশন
  • 5/11

জয়পুর 

প্রাসাদে রাজকীয় ভাবে যদি আপনি বিয়ে করতে চান তাহলে জয়পুর বেছে নিতে পারেন আপনার ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে। অন্যান্য রিসোর্টগুলির মধ্যে এখানকার জয় মহল প্রাসাদ খুবই উল্লেখযোগ্য, যেখানে বিয়ে করলে আপনার স্বপ্ন সত্যি হবেই। তবে শীতকাল সবচেয়ে ভালো এখানে বিয়ে করার জন্যে। 
 

ওয়েডিং ডেস্টিনেশন
  • 6/11

 গোয়া 

বেশিরভাগ দম্পতিরা এখানে বিয়ের পর হানিমুনে আসেন।গোয়ার সৈকতে বিয়ে খুবই জনপ্রিয়। তবে ভারতের ব্যয়বহুল স্থানগুলির মধ্যে গোয়া অন্যতম। এখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সেরা সময় বিয়ের জন্যে।এছাড়াও এই সময়কালে গোয়াতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, যেমন গোয়া ফেস্টিভ্যাল। যার ফলে বিয়ের আনন্দ দ্বিগুণ হয়ে যায়।

ওয়েডিং ডেস্টিনেশন
  • 7/11

মুসৌরি

যদি আপনি পাহাড় প্রেমী হন, তাহলে মুসৌরিতে বিয়ে করার জন্যে, সবচেয়ে ভালো জায়গা হবে। এখানকার জে ডব্লু ম্যারিয়ট রিসোর্ট এবং স্পা-তে রয়েছে সমস্ত রকম সুবিধা, যা আপনার বিয়েতে লাগবে। এমনকি এখানে ৩০০ জনের বেশি অতিথিও থাকতে পারেন অনায়াসে।

Advertisement
ওয়েডিং ডেস্টিনেশন
  • 8/11

সিমলা 

অনেকেরই ইচ্ছে থাকে পাহাড় এবং সবুজে ঘেরা কোনও স্থানে বিয়ে করবেন। তাঁদের জন্যে সিমলা হবে সবচেয়ে আদর্শ স্থান। এখানে অনেকগুলি বিয়ের উপযোগী রিসর্ট রয়েছে, যেখানে কোনও রকম চিন্তা ছাড়াই ভালো করে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন।সিমলাতে বিয়ে করার জন্যে গ্রীষ্মকাল সবচেয়ে ভালো। 

ওয়েডিং ডেস্টিনেশন
  • 9/11

 উদয়পুর 

রাজকীয় ওয়েডিং ডেস্টিনেশনের মধ্যে উদয়পুর খুবই জনপ্রিয়। এখানকার উচ্চ ঐতিহ্য ও সংস্কৃতি সকলের নজর কাড়ে। উদয়পুর, ভারতের রোম্যান্টিক শহরগুলোর মধ্যে একটি। চারিদিকে হ্রদে ঘেরা এই শহরে বিয়ে করলে, আপনার এই বিশেষ দিনগুলো অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। এখানে এপ্রিল থেকে অগস্ট মাস বেছে নিতে পারেন বিয়ের জন্য। 

ওয়েডিং ডেস্টিনেশন
  • 10/11

 মথুরা 

মথুরা খুব পুরনো একটি তীর্থস্থান। এখানেও বহু রিসর্ট আছে বিয়ের উপযোগী। শ্রীকৃষ্ণের শহরে বিয়ে করার মতো ভালো আর কি বা হতে পারে? তাছাড়া এখানকার সুস্বাদু খাবার, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রেমে পড়তে আপনি বাধ্য। এখানে খুব সুন্দর বহু মন্দির রয়েছে। মধুরাতে বিয়ে করার জন্যে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসকে ধরা হয় সবচেয়ে আদর্শ হিসাবে। 

ওয়েডিং ডেস্টিনেশন
  • 11/11

আন্দামান- নিকোবর

সমস্ত রকম ভিড় এড়িয়ে আপনি যদি চান যে সমুদ্র সৈকতে বিয়ে করবেন, তাহলে আন্দামান-নিকোবরকে সহজেই বেছে নিতে পারেন। এখানকার মনোরম পরিষ্কার এবং সুন্দর বীচের জন্যে অনেকেই এই জায়গাটি পছন্দ করেন। এই জায়গাটিতে সেপ্টেম্বর থেকে মে মাস খুব ভালো বিয়ের জন্যে।

Advertisement