Advertisement
লাইফস্টাইল

৩ বছর ধরে লুকিয়ে গার্লফ্রেন্ডের নগ্ন ছবি তুলত এই যুবক! ধরা পড়তেই...

  • 1/10

লুকিয়ে লুকিয়ে বছরের পর বছর ধরে অজান্তে গার্লফ্রেন্ডের নগ্ন ছবি তুলে চলেছে বয়ফ্রেন্ড। কখনও সেটা ভুলেও টের পায়নি ওই যুবতী। কিন্তু একদিন মোবাইল পরীক্ষা করতেই প্রকাশ্যে আসে গোটা বিষয়টি।  (প্রতীকী ছবি)

  • 2/10

ব্রিটেনের বাসিন্দা ওই যুবতীর অভিযোগের পরে তাঁর প্রেমিককে জেলে পাঠানো হয়েছে। ওই মহিলার প্রেমিক গোপনে তাঁর অশ্লীল ছবি তুলে রাখত। তিন বছর ধরে তিনি এই কাজটি গোপনে করছিল।
 

  • 3/10

'ডেইলি মেইল'-এর প্রতিবেদন অনুযায়ী, ২৪ বছর বয়সী লুসি লিয়ার ২০১৩ সালে ২৬ বছর বয়সী ডেল বাস্টিনের সঙ্গে ডেটিং শুরু করেন। ২০১৫ সালে তাঁদের একটি সন্তান হয়। (প্রতীকী ছবি)
 

Advertisement
  • 4/10

যদিও এর কিছু সময় পরে তাঁরা আলাদা হয়ে যান। তবে সমঝোতার পর ফের একসঙ্গে থাকতে শুরু করেন এই দম্পতি।  (প্রতীকী ছবি)

  • 5/10

২০১৯ সালের ডিসেম্বরে একদিন লুসি বাস্টিনের মোবাইল চেক করেন, তখনই তিনি কার্যত ঘাবড়ে যান। কারণ, বাস্টিনের মোবাইলে লুসির কমপক্ষে ৩০টিরও বেশি নগ্ন ছবির রয়েছে।   (প্রতীকী ছবি) 

  • 6/10

তিন বছর ধরে গোপনে বাস্টিন লুকিয়ে এই ছবিগুলি তুলেছে। এই ছবিগুলোর একটিও লুসিকে বলে তোলা হয়নি।  (প্রতীকী ছবি)

  • 7/10

লুসি জানান, তিনি যখন ঘুমাচ্ছিলেন কখনও বা বাথরুমে স্নানের সময়ে গোপনে তাঁর ছবি তোলে বাস্টিন। ২০২০ সালের এপ্রিলে পুলিশকে ফোন করেন লুসি।  (প্রতীকী ছবি)
 

Advertisement
  • 8/10

বাস্টিনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর ২০২১ সালের জুলাই মাসে আদালত বাস্টিনকে ছয় মাসের কারাদণ্ড দেয়। (প্রতীকী ছবি)

  • 9/10

সেই সঙ্গে আদালত বাস্টিনকে লুসির সঙ্গে  আর কোনো যোগাযোগ করতেও নিষেধ করেছে। (প্রতীকী ছবি)

  • 10/10

এক সংবাদ সংস্থাকে ওই মহিলা জানান 'আমি বাস্টিনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সঙ্গে যা করল, তারপর আর কোনও পুরুষকে বিশ্বাস করতে পারব বলে মনে হয় না।'  (প্রতীকী ছবি)
 

Advertisement