গোটা বাংলা জুড়ে দাবদাহ চলছে। অনেকেই তাই গরম সহ্য করতে না পেরে এসি (AC) কেনার দিকে ঝুঁকছেন। তবে এসি কেনার আগে কিছু বিষয় মাথায় রাখতে হয়।
তা না হলে ঠকতে হবে আপনাকে। সমস্ত বিষয় দেখে এসি কিনলে বিদ্যুতের বিলও কম আসে। কী কী দেখে এসি কিনবেন?
প্রথমত, যে ঘরে এসি লাগাবেন সেই ঘরের আকার ঠিক কেমন তা দেখে নিতে হবে। ঘরের আকার ১০০ থেকে ১২০ বর্গ ফুট হলে ১ টন এসি কিনতে পারেন।
তবে আপনার ঘর এর চেয়ে বড় হলে, দেড় থেকে ২ টন এসি আপনার ঘরের জন্য ভালো হবে। তা না হলে এসির উপর চাপ পড়বে।
আমাদের আশেপাশে দূষণের পরিমাণ খুবই বেশি। তাই এয়ার ফিল্টার সহ এসি কেনা খুবই জরুরী। সব এসিতে এই সুবিধা না থাকলেও, অনেক এসি-তেই অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার থাকে।
এবার প্রশ্ন হল, উইন্ডো এসি নাকি স্প্লিট এসি। কোন ধরনের এসি কিনলে আপনি লাভবান হতে পারেন। দামের কথা চিন্তা করলে উইন্ডো এসি-র দাম অনেকটাই কম স্প্লিট এসি-র তুলনায়।
ঘরে উইন্ডো এসি বসাতে হলে জানালা থাকতে হয়। স্প্লিট এসি-তে, বিভিন্ন ধরনের ফিচার থাকে। স্প্লিট এসিতে অনবোর্ড স্লিপিং, টার্বো কুলিং-সহ অনেক দুর্দান্ত ফিচার থাকে। যা উইন্ডো এসিতে পাওয়া যায় না।
বিইই রেটিং অবশ্যই দেখে কিনবেন এসি। ৫ স্টার রেটিং থাকলে অবশ্যই ভালো। কারণ, কিছুটা বেশি দাম হলেও এই ধরনের এসি-তে বিদ্যুৎ সাশ্রয় হয়। ফলে বিল কিছুটা কম আসে।