প্রচুর মানুষ টিকা নিয়েছেন। সরকারি তথ্য বলছে, ১৫০ কোটি ডোজ দেওয়া হয়েছে গোটা দেশ। ৬২.৩৭ কোটি মানুষ পেয়েছেন জোড়া ডোজ। তা সত্ত্বেও কেন এত সংক্রমণ?
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধির নেপথ্যে রয়েছে বেশ কিছু বিষয়। তার মধ্যে অন্যতম করোনার নতুন প্রজাতি ওমিক্রন।
মানুষকে দ্রুত সংক্রামিত করছে ওমিক্রন। আর উৎসব ও বছরের শেষে ছুটির মেজাজে চলে এসেছে এই নতুন প্রজাতি। ফলে আরও বেশি করে সংক্রমণ বাড়ছে।
অনেকেই ভুল করেছেন, কোভিড টিকা সংক্রমণ সম্পূর্ণ রুখে দিতে সক্ষম। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ভাইরাস গবেষক লুইস মানস্কাই জানান, মানব শরীরে করোনাভাইরাস যাতে বাড়াবাড়ি কিছু না ঘটাতে সেটাই নিশ্চিত করেছে প্রতিষেধক।
টিকা এখনও নিজের কাজ করে চলেছে বলে মনে করেন লুইস মানস্কাই। বিশেষ করে আরও কার্যকর হচ্ছে বুস্টার ডোজ।
দু'টি ডোজের ফাইজার বা মডারনার টিকা এবং একটি ডোজের জনসন অ্য়ান্ড জনসন গুরুতর অসুস্থতা রুখতে সফল হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফাইজার ও মডারনার বুস্টার ওমিক্রনের সংক্রমণও মৃদু করে দিচ্ছে।
ওমিক্রন আগের প্রজাতিগুলির চেয়ে বেশি সংক্রামক। অনেক বেশি পরিমাণ ভাইরাস ঢুকছে শরীরে। টিকা না নেওয়া ব্যক্তিরা আরও বেশি সংক্রামিত হচ্ছেন। তবে টিকা নেওয়া থাকলে মৃদু উপসর্গ দেখা দিচ্ছে।