scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

মহিলারাই বেশি ব্যবহার করেন Dating App, বলছে রিপোর্ট

অনলাইন ডেটিং অ্যাপ
  • 1/9

লকডাউনের সময় থেকে ডেটিং অ্যাপ ব্যবহারের ট্রেন্ড অনেক বেড়ে গেছে। বাড়ি থেকে না বেড়ানোর এবং নতুন পার্টনার খুঁজে পাওয়ার এই উপায়, অনলাইনে যথেষ্ট প্রতিফলিত। ভারতের ডেটিং অ্যাপ 'কোয়্যাক কোয়্যাক' একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে ডেটিং অ্যাপের ট্রেন্ডের বিষয়ে খুব মজাদার কিছু তথ্য পাওয়া গেছে।

অনলাইন ডেটিং অ্যাপ
  • 2/9

এই রিপোর্ট অনুজায়ী ৫৫ শতাংশ পুরুষ এবং ৭৩ শতাংশ মহিলাদের ডেটিং অ্যাপের পার্টনারের প্রতি আবেগপ্রবণ হয়ে পড়েন। যেটা থেকে বোঝা যায় মানুষ বর্তমানে হালকা মেজাজে ডেটিং করার থেকে এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সেই সঙ্গে শারীরিক সম্পর্কের পাশাপাশি মানসিক টানও প্রাধান্য পাচ্ছে।
 

অনলাইন ডেটিং অ্যাপ
  • 3/9

সেই সঙ্গে রিপোর্টে বলে আছে, ২১ থেকে ৩০ বছর বয়সীরা সামনে থেকে দেখা করতে চান। যেখানে ৩১ বছরের ওপরে ব্যক্তিরা সত্যিকারের সম্পর্কে জড়াতে পছন্দ করেন। একই সময়ে ৪৬ শতাংশ ব্যক্তি যাদের বয়স ২০-র কম, তারা ভার্চুয়াল ডেটিং বেশি পছন্দ করছেন।
 

Advertisement
অনলাইন ডেটিং অ্যাপ
  • 4/9

বেশির ভাগ মানুষেরা বিশ্বাস করতেন না যে ভার্চুয়াল ডেটিংয়ের মাধ্যমে সঙ্গী নির্বাচন করা যায়। কিন্তু বিভিন্ন অ্যাপ ব্যবহারের পরই তাঁদের এই মত অনেকটাই পরিবর্তন হয়েছে।

অনলাইন ডেটিং অ্যাপ
  • 5/9

কোয়্যাক কোয়্যাক -র প্রতিষ্ঠাতা রবি মিত্তাল একটি বিবৃতিতে বলেন, " অতিমারীর জন্যে অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহারের ট্রেন্ড অনেকাংশে বেড়ে গেছে। দীর্ঘ কথোপকথন, একসঙ্গে নেটফ্লিক্সে সিরিজ কিংবা ছবি দেখা এক খুবই দেখা যায়।"

অনলাইন ডেটিং অ্যাপ
  • 6/9

তবে সবচেয়ে হতাশা নাকি তখন হয়, যখন কোনও ব্যক্তি অপরদিক থেকে কোনও সাড়া না পায়।

অনলাইন ডেটিং অ্যাপ
  • 7/9

৭৬ শতাংশ পুরুষ ও ৫৭ শতাংশ মহিলারা এবিষয়ে বলেছেন, কোনও দুর্বল সম্পর্ক থেকে বেরানোর সবচেয়ে ভালো উপায়, নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়া।

Advertisement
অনলাইন ডেটিং অ্যাপ
  • 8/9

এর আগে এইরূপ একটি রিপোর্ট ত্থকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের জন্য বিপুল পরিমাণে নতুন ব্যবহারকারী বেড়েছে ডেটিং অ্যাপে। বিশেষ করে ভারতের ছোট শহরগুলিতে এই সংখ্যাটা চোখে পড়ার মতো।

অনলাইন ডেটিং অ্যাপ
  • 9/9

লকডাউনের সময়কালে ১২ শতাংশ মহিলারা নতুন করে যোগ দিয়েছেন এই রকম ডেটিং অ্যাপে। এমনকি পুরুষদের থেকে মহিলারাই বেশি সক্রিয় অনলাইন ডেটিং অ্যাপে বলেই জানা যাচ্ছে রিপোর্ট থেকে। 

Advertisement