Advertisement
লাইফস্টাইল

ম্যাজিক জুস! Diabetes রোগীদের সুগার লেভেল কমবে কয়েক মিনিটে

  • 1/8

Diabetes Control Juice:আমাদের শরীরে রক্তচাপ সবসময় একরকম থাকে না। কখনও বাড়ে কখনও কমে। তবে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখা খুব দরকার। 

  • 2/8

বিশেষ করে ডায়াবেটিসের রোগী যারা তাদের বেশি সাবধান থাকা দরকার। কারণ, রক্তচাপ অনিয়মিতভাবে বাড়লে শরীরের ক্ষতি হতে পারে। মাথা ঘোরা, বমি ইত্যাদি হয়। 

  • 3/8

চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে আনা বা কমানোর আগে দরকার, তাদের রক্তচাপ একবার চেক করে নেওয়া উচিত। রক্তচাপ যন্ত্রের সাহায্যে তারা বাড়িতেই তা চেক করে নিতে পারবেন। 

Advertisement
  • 4/8

চিকিৎসকদের মতে, টাইপ টু ডায়াবেটিস রোগীরা রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে পারলে তাদের হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওয়ের সমস্যা থেকে বাঁচতে পারবেন। সেজন্য দরকার শুধুমাত্র একগ্লাস জুস।

  • 5/8

এক গবেষণায় চিকিৎসকরা দাবি করেছেন, ডালিমের জুস এক্ষেত্রে খুব উপযোগী। এই জুস খেলে ১৫ মিনিটের মধ্যে সুগার লেভেল কমে যাবে। এই বিষয়ে গবেষণার জন্য দুজনকে একগ্লাস চিনি জল ও আর একজনকে ডালিমের রস খেতে দেওয়া হয়েছিল। 

  • 6/8

দেখা যায়, সুগার লেভেল কমে যাওয়া দুজনের শরীরের মধ্যে তুলনামূলকভাবে দ্রুত কাজ করেছে ডালিমের জুস।

  • 7/8

ডালিমের জুসের আরও কিছু উপকারিতা রয়েছে। যেমন,  শরীর থেকে মুক্ত ক্ষতিকর উপাদান কমিয়ে ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে ডালিম বা তার জুস। 
 

Advertisement
  • 8/8

এছাড়াও আয়রন, ক্যালসিয়াম, শর্করা ও ফাইবার সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করে দেহে রক্ত চলাচল সচল রাখে। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, প্রতিদিন মাঝারি আকৃতির একটি ডালিম খাওয়ার চেষ্টা করুন। অথবা এক গ্লাস ডালিমের রস খান। 

Advertisement