scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Durgapuja Makeup: দিনভর গ্ল্যামার, চড়া রোদেও এই মেক-আপ গলে না, রইল হদিশ

পুজোর মেক-আপ
  • 1/8

পুজোর ভিড়ের চাপে মেকআপ ফ্রেশ রাখাটা খুব কষ্টকর। দিনভর ঘুরবেন, তার মাঝখানে মেক-আপ বিগড়ে যাবে না, এমন খুব কমই হয়। তাই ভিড় বাঁচিয়ে জবজবে ঘামের মধ্যেও মেকআপ ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে গরমের সময় খুব বেশি ঘাম হলে মেকআপ খুব তাড়াতাড়ি গলে যায় এবং তাছাড়া মুখে ছড়িয়ে পড়ে ছিল। তাই আপনার মেকআপ নষ্ট হয়ে খারাপ দেখানো শুরু করে। কিন্তু পুজোর ভিড়ের চাপ হোক অথবা কড়া রোদে মন্ডপের লাইনে দাঁড়িয়েও মেকআপ গলবে না, দিনভর থাকবেন শুরুর মতোই তাজা। আসুন জানিয়ে দিই যে কীভাবে করবেন মেক-আপ।

পুজোর মেক-আপ
  • 2/8

ময়েশ্চারাইজার দিয়ে মেকআপ শুরু করুন

পুজোয় ঘুরতে বেরনোর আগে প্রথমে ময়েশ্চারাইজার দিয়ে মেকআপ শুরু করতে হবে। ত্বককে নরম করার জন্য প্রথমে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। কিন্তু মাথায় রাখবেন যে অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। সঙ্গে অয়েল ফ্রি ফাউন্ডেশন লাগান।

পুজোর মেক-আপ
  • 3/8

সানস্ক্রিন অবশ্যই লাগান

কড়া রোদ্রে স্কিন ড্যামেজ থেকে বাঁচাতে হলে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে। সানস্ক্রিন ব্যবহার করুন মেক-আপ করার আগে। জানিয়ে দেওয়া যাক যে, সানস্ক্রিনের প্রভাব দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্তই থাকে। এই কারণে রোদে বেরোনোর আগে বিষয়টি মাথায় রাখতে হবে।

Advertisement
পুজোর মেক-আপ
  • 4/8

প্রাইমার জরুরি

মুখে প্রাইমার লাগান। প্রাইমার লাগালে মেকআপ লম্বা সময় পর্যন্ত ফ্রেশ থাকবে। এতে চেহারার ঝুড়িও কম নজরে আসবে। সঙ্গে লোমকূপগুলিও ঢাকা পড়ে যাবে।

পুজোর মেক-আপ
  • 5/8

ব্রোাঞ্জার দিয়ে চেহারার গ্লো আনুন। পুজোর মধ্যে রোদ থাকবে ভালই। আর যে কোনও সময় বৃষ্টি হতে পারে। তাই সন্ধ্যার অপেক্ষা করা যাবে না। দিনভর ঘোরার আগে যখন মেকআপ করছেন, তখন ব্রোঞ্জারের ভূমিকা থাকছে। মেকআপ আর্টিস্টদের বক্তব্য অনুযায়ী ব্রোঞ্জার ব্যবহার কেবল চেহারার হাই পয়েন্টে করা উচিত। যেখানে সূর্যের সোজাসুজি তাপ পরে। মাথা, চিবুক, নাক কপাল, গালের হনু ইত্যাদিতে।

পুজোর মেক-আপ
  • 6/8

কম মেকআপ ওয়ালা প্রোডাক্ট ব্যবহার করুন

অনেক মহিলাদের মেকআপ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাদের এ থেকে বাঁচার জন্য কম মেকাপ এবং কম জেল্লাদার মেক-আপ ব্যবহার করতে হবে।

 

পুজোর মেক-আপ
  • 7/8

সিমর থেকে দূরে থাকুন

বেশিরভাগ মহিলারা গ্লোয়ি মেক-আপ লুক পছন্দ করেন। কিন্তু ন্যাচারাল গ্লোই মেকআপ এবং প্রয়োজনের চেয়ে বেশি ঝকমকে দেখাতে সিমর ব্যবহার করার পর মেক-আপ নষ্ট করে দিতে পারে।

Advertisement
পুজোর মেক-আপ
  • 8/8

গরমের সময় ক্রিম ফাউন্ডেশন লাগাবেন না

গরমের সময় ক্রিম ফাউন্ডেশন লাগাবেন না। কারণ এতে চেহারা বেশি ঘামতে থাকে। ঘাম এসে মেক-আপ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।

Advertisement