scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Puja Food: দামে কম, স্বাদেও লা-জবাব; কলকাতার এখানে মিলছে ওপার বাংলার খাবার

Puja Food
  • 1/13

পুজো মানে দেদার খাওয়া দাওয়া। পেটপুজো ছাড়া বাঙালির পুজো ইনকমপ্লিট। পদ্মা পাড়ের ইলিশ যেমন আমাদের খুব প্রিয় তেমনি ওপার বাংলার রান্নার স্বাদও ভোলার নয়। 

Puja Food
  • 2/13

তবে পুজো উপলক্ষে কলকাতাবাসীর জন্য এবার রয়েছে দারুন সুখবর। পুজোর দিনগুলোতে শহরে থেকেই আপনি স্বাদ নিতে পারবেন ওপার বাংলার সুস্বাদু সব খাবারের, তাও আবার খুবই সামান্য খরচে। 

Puja Food
  • 3/13

দুর্গা পুজো উপলক্ষে এক বিশেষ ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে The  Claridale-এ। সেখানেই খোলা হয়েছে পুজা বুফে।  সব মিলিয়ে মোট ৮০ রকমের খাবার পাওয়া যাচ্ছে, তার মধ্যে সম্পূর্ণ বাংলাদেশি খাবারের সংখ্যা  ৫২।
 

Advertisement
Puja Food
  • 4/13

এই পূজা বুফের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট রন্ধনশিল্পী নয়না আফরোজ। তিনি বলেন, এখানকার খাবারগুলো  বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, যার মধ্যে রয়েছে চুইঝাল মাটন, কক্সবাজারের রূপচাঁদা ফিসকারি, মুরগি বিরিয়ানি ইত্যাদি। 

Puja Food
  • 5/13

এছাড়াও ডেসার্টের মধ্যে রয়েছে বুটের ডালের হালুয়া, দুধ কদু। পাশাপাশি রয়েছে ডিম জর্দা, বিক্রমপুরের বেগুন খাসি, ঝিঙের কোর্মাও। অর্থাৎ মহানগরবাসী সাধারণত যেসব খাবারের সঙ্গে একেবারেই পরিচিত নন বা খুব সামান্যই জানেন সেইসকল রকমারি খাবারই মিলবে এই পুজা বুফেতে। 

Puja Food
  • 6/13

নয়না আফরোজ জানান, পুজোর এই দিনগুলোতে কলকাতাবাসী যেন শহরে বসেই বাংলাদেশি খাবারের পূর্ণ স্বাদ পেতে পারেন, সেকথা মাথায় রেখেই খুব বাছাই করা খাবার রাখা হয়েছে এখানে।

Puja Food
  • 7/13


 এছাড়াও যারা প্রবাসী বাংলাদেশী রয়েছেন তারা যদি দেশের খাবার মিস করেন, তাহলে এই রেস্তোরাঁতে এসেই সেই আক্ষেপ মিটিয়ে নিতে পারবেন। 
 

Advertisement
Puja Food
  • 8/13

তিনি এও বলেন, 'এখানে নয় রকমের ভর্তা আছে। কলকাতায় বসে পারফেক্ট ভর্তা খাওয়া হয়ে ওঠে না, তাই কলকাতায় বসেই বাংলাদেশি খাবারের স্বাদ যারা পেতে চাইছেন এবং ঘরের খাবার যারা মিস করছেন তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। 

Puja Food
  • 9/13

১০ অক্টোবর এই পূজা  বুফের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশে(কলকাতা)- র ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।‌ আগামী ১৫ ই অক্টোবর দুপুর পর্যন্ত খোলা থাকবে এই বুফে।

Puja Food
  • 10/13

এর বুফের প্রাইস ১২৪৯ টাকা, তবে বিশেষ ক্ষেত্রে ছাড়ও থাকছে।

Puja Food
  • 11/13

কোভিড প্রটোকল মেনে এখানে সব ব্যবস্থা করা হয়েছে। তবে আসতে হবে প্রি-বুকিং করে। যোগাযোগ নং- 8335834800/8335834700। 

Advertisement
Puja Food
  • 12/13

উল্লেখিত খাবার গুলো ছাড়াও এখানে নিরামিষ ও আমিষের আরও বিভিন্ন ধরণের খাবার পাওয়া যাবে। 

Puja Food
  • 13/13

 প্রসঙ্গত, এই ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আয়োজক দ্য ক্ল্যারিডেল; সাউথ কলকাতার অনলি ফাইভ স্টার হোটেল।

Advertisement