বহু মানুষ অতিরিক্ত ওজনের সমস্যায় ভোগেন। নানা লোকের নানা পরামর্শ এবং বাজারচলতি বহু ভুয়ো ওষুধের ফাঁদে পা দিয়ে এ র মধ্যে অনেক মানুষ প্রতারিত হয়েছেন। তবে এ বার আর প্রতারিত হতে হবে না।
আমেরিকার সর্বোচ্চ মেডিক্যাল সংস্থা FDA সম্প্রতি ওজন কমানোর একটি ওষুধে দিয়েছে ছাড়পত্র। এমনিতে এটা ডায়াবিটিস কমানোর ওষুধ হিসাবে অনেক দেশে ব্যবহৃত হয়।
তবে এটি ওজন কমানোর ক্ষেত্রেও কার্ষকরি ভূমিকা নেবে বলে মত বিশেষজ্ঞদের। গবেষণা বলছে, ১৫ শতাংশ ওজন কমাতে সক্ষম এই ওষুধ।
FDA approves obesity #drug that helped people cut #weight 15% https://t.co/uWlnkD1h6t
— Medical Xpress (@medical_xpress) June 4, 2021
Wegovy নামে বাজারে আসতে চলেছে ওষুধটি। এটি তৈরি করেছে নোভো নর্ডিস্ক (Novo Nordisk) নামে একটি সংস্থা।
ওষুধটি ডায়াবিটিসের ওষুধ সিম্যাগ্লুটাইড-এর আপগ্রেডেড ভার্শান হিসাবে বলা হচ্ছে। এটা দীর্ঘ সময় পর্যন্ত ওজন কমিয়ে রাখতে সাহায্য করে। যাঁরা এই ওষুধের ট্রায়ালে নাম লিখিয়েছিলেন, তাঁদের প্রত্যেকের গড়ে ১৫.৩% পর্যন্ত ওজন কমেছে।
১৪ মাস পর্যন্ত ওষুধের ট্রায়াল চলেছে। তাতে দেখা গিয়েছে। প্রত্যেক মাসে নিয়ম করে ওই ব্যক্তির ওজন কমেছে। একটা স্তর পর্যন্ত ওজন কমার পর তা স্থির হয়েছে।
চিকিৎসা বিজ্ঞানী হ্যারল্ড বেস জানিয়েছেন, বর্তমানে ওবেসিটি কমানোর যে সমস্ত ওষুধ রয়েছে তা ৫-১০ শতাংশ পর্যন্ত কার্যকর। আমেরিকায় প্রায় ১০ কোটি মানুষ ওবেসিটির সমস্যায় ভুগছেন। কারও ওজন যদি ৫ শতাংশ পর্যন্ত কমে তা হলে তিনি অনেকটা উপকার পান। রক্তচাপ, সুগার এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি।
তিনি আরও জানিয়েছে, ওজন কমানোর অন্যান্য ওষুধের তুলনায় Wegovy অনেকাংশে নিরাপদ। এর সামান্য কিছু সাইড এফেক্ট হতে পারে। যেমন অ্যাংজাইটি, বমি এবং জায়েরিয়া। কিন্তু কয়েক দিনের মধ্যে এগুলো ঠিক হয়ে যায়।