পুজোয় দিনভর ঘুরে ক্লান্ত। বাড়ি ফিরে আর এনার্জি পাচ্ছেন না? পরদিন ঘোরার কথা স্বপ্নেও ভাবতে পারছেন না? কীভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারেন তা ভাবছেন? সঠিক খাবার আপনার এনার্জি ফিরিয়ে দিতে পারে। এটি করতে হলে আপনাকে সচেতন হয়ে বেছে নিতে হবে এমন কিছু খাবার, যা আপনার শরীরে সর্বাধিক শক্তি সরবরাহ করতে পারে।
আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো আপনার শরীরের স্বাভাবিক কার্যক্রমকে বজায় রাখবে এবং আপনার শরীরে শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করবে। এ ছাড়া এসব খাবার আপনার ওজন কমাতেও সহায়তা করতে পারে।
জল
শরীরের কার্যকারিতা সচল রাখতে এবং ভালোভাবে পরিচালিত হতে জল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার শরীরে সরাসরি শক্তিবৃদ্ধি করে না ঠিকই কিন্তু সমস্ত শক্তির প্রক্রিয়াকে সহজতর করতে সহায়তা করে।
কলা
কলা আপনার শরীরে শক্তি সরবরাহ করার জন্য অন্যতম একটি ভাল খাবার। এতে থাকা পটাশিয়াম, ফাইবার, ভিটামিন এবং কার্বোহাইড্রেট আপনার শরীরে শক্তি সরবরাহের একটি বড় উৎস হিসেবে কাজ করবে এবং আপনাকে ক্লান্তিভাব দূর করতেও সহায়তা করবে।
বাদাম
যে কোনও ধরণের বাদাম আপনার শরীরের ক্লান্তি দূর করতে এবং খিদে বাড়াতে সাহায্য করে। তাই আপনার খাবারে বাদাম ও বীজ রাখুন। এটি আপনার শরীরে স্বাস্থ্যকর পুষ্টি এবং শক্তি সরবরাহ করে ক্লান্তিভাব দূর করবে।
ক্যাফেইনমুক্ত পানীয়
পানীয়তে পরিমিত পরিমাণে ক্যাফেইন থাকলে সেটি আপনার শরীরে কিছুটা শক্তি সরবরাহ করতে পারে। তবে সাময়িকভাবে শক্তি সরবরাহ করলেও এটি পরে আপনার ক্লান্তিভাবের কারণ হতে পারে। তাই এ সমস্যা এড়াতে ক্যাফেইনমুক্ত পানীয় বেছে নিন। আর চা বা কফি পান করতে হলে তা চিনি ছাড়া পান করুন। এগুলো আপনার ক্লান্তিভাব দূর করতে সহায়তা করবে।
তাজা ফল ও সবজি
আপনার খাবার যত বেশি তাজা ও টাটকা হবে, তাতে পুষ্টির পরিমাণও তত বেশি থাকবে। আর তাজা ফল ও সবজি আপনার শরীরে শক্তি ভালোভাবে সরবরাহ করে দূর করতে সহায়তা করে আপনার ক্লান্তিভাব।তবে অনেকে বোধ করেন যে খাওয়ার পরে আরও বেশি ক্লান্ত লাগা। এ সমস্যা সমাধানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে একবারে বেশি পরিমাণে খাবার না খেয়ে সারা দি
চর্বিহীন প্রোটিন খাবার
রেড় মিট বা লাল মাংসগুলো প্রোটিনের ভাল উৎস হলেও এগুলোতে থাকা ফ্যাট আপনার ক্ষতি করতে পারে। তাই চর্বিহীন প্রোটিন খাবার যেমন মুরগি, টার্কির মাংস, মাছ ও পাতলা মাংস খেতে পারেন। এগুলো আপনার শরীরে শক্তি জোগাতে ও ক্লান্তিভাব দূর করতে সহায়তা করবে।
অপ্রক্রিয়াজাত খাবার
শরীরে শক্তি সরবরাহ নিশ্চিত করতে প্রথমেই বেছে নিতে হবে অপ্রক্রিয়াজাত খাবার। বিভিন্ন ফ্রাই, বার্গার, প্যাকেটজাত বা ক্যানড খাবারগুলো স্বাদের হলেও এগুলোতে পুষ্টির মান অনেক কম। আর এসব খাবার আপনার শরীরে শক্তি বৃদ্ধি না করে বরং আরও কমাতে পারে। তাই ক্লান্তভাব দূর করতে হলে বেছে নিতে হবে অপ্রক্রিয়াজাত খাবার।