
চলছে ভ্যালেন্টাইন্স উইক। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ। তার মধ্যে সবচেয়ে স্পেশাল হল ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই।

বিশেষ দিনে মনের মানুষকে ভালোবাসার কথা জানানে পারেম এই মেসেজগুলির মাধ্যমে। এক নজরে দেখে নিন এবছরের ভ্যালেন্টাইনস ডে-র ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা।

হ্যাপি ভ্যালেন্টাইনস ডে, মাই ভ্যালেন্টাইনস! আমি সারা জীবন তোমার ভ্যালেন্টাইনস হয়ে থাকতে চাই।

তোমাকে ভালোবেসে আমি কখনও ক্লান্ত হব না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশীর্বাদ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে মাই লাভ।

ভালোবাসার প্রকৃত অর্থ ও গুরুত্ব আমি তোমার থেকেই শিখেছি। আমার পাশে থেক চিরকাল।

আমাদের এই বন্ধন জন্ম জন্মান্তের। তোমায় অনেক ভালোবাসি... হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ২০২২!

কল্পনাতে নয়, আমি বাস্তবে তোমায় চাই। ছলনাতে নয়, ভালোবাসায় আমি তোমাকে চাই, ক্ষণিকের জন্য নয়, চিরদিনের জন্য আমি তোমায় চাই।

ভালোবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস। তুমি আমার প্রাণের মাঝে প্রাণ... অনেক ভালোবাসি তোমায়।

শীতের চাঁদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাঁড়িয়ে, হাত দুটি দাও বিলিয়ে। শিশিরের শীতল স্পর্শে জদি শিহরিত হয় তোমার মন, তাহলে বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

শুধু আজ নয়, আমার কাছে প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে... আমি তোমার মতো একজন ভ্যালেন্টাইন পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তোমার জন্য।