scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

দু'মুখো সাপের একটির দাম কোটি টাকা! কিন্তু কেন ? জানেন ?

রেড স্যান্ড বোয়া
  • 1/10

কাউকে দুদিকে তাল দিয়ে চলতে দেখলে আমরা বলি দু'মুখো সাপ। কিন্তু এখন থেকে দুমুখো সাপ বলে গাল দেওয়ার আগে একটু সমঝে নেবেন।

রেড স্যান্ড বোয়া
  • 2/10

কারণ এই দুমুখো সাপেরই এখন বিশ্বের বাজারে দুর্মূল্য হয়ে উঠেছে। জানেন কত টাকা দাম উঠেছে ওই সাপটির ! দুমুখো সাপের দাম ১ কোটি টাকা।

রেড স্যান্ড বোয়া
  • 3/10

কখনও দরদাম করতে পারলে সাপের দাম ছাড়িয়ে যায় কোটি টাকার বেশিও। ফলে গালি দেওয়ার নয়, এ সাপ এখন দখলে রাখার প্রতিযোগিতা শুরু হয়েছে ভারতেরই উত্তরপ্রদেশে।

Advertisement
রেড স্যান্ড বোয়া
  • 4/10

আর হবে নাই বা কেন ? উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এই দুমুখো সাপের বিচরণের মুক্তাঞ্চল। এই সাপের ইংরেজি নাম রেড স্যান্ড বোয়া।

রেড স্যান্ড বোয়া
  • 5/10

তথাকথিত দু'মুখো এই সাপের মূলত দেখা মেলে উত্তরপ্রদেশের মেরঠের হস্তিনাপুর থেকে গড়মুক্তেশ্বর সংলগ্ন এলাকায়। শান্ত স্বভাবের এই সাপ আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান।

রেড স্যান্ড বোয়া
  • 6/10

তবে এদের মধ্যে যে সাপগুলির গায়ে হালকা হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে, সেগুলির আন্তার্জাতিক বাজারে চড়া দাম। অনেকটা গেকো বহা তক্ষকের মতোই এর চাহিদা।

রেড স্যান্ড বোয়া
  • 7/10

উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে এই সাপ আন্তর্জাতিক বাজারে পাচার হয়ে যায় বলে দাবি। ভারত সরকার এই সাপকে 'সংরক্ষিত' হিসেবে ঘোষণা করে।

Advertisement
রেড স্যান্ড বোয়া
  • 8/10

এই সাপের মহার্ঘ দামের কারণ হল যৌনশক্তি বর্ধক ওষুধ বানানো হয়। তাই এই সাপের বিপুল চাহিদা রয়েছে। এই সাপ মূলত মাটির নীচে থাকে।

রেড স্যান্ড বোয়া
  • 9/10

আবার মানুষের মধ্যে বিশ্বাস, বয়সের ছাপ পড়বে না এমন গুণও নাকি আছে এই সাপের গ্রন্থিতে। তবে বেশিরভাগ লোকই জানেন না কীভাবে গ্রন্থি থেকে ওষুধ বের করতে হয়।

রেড স্যান্ড বোয়া
  • 10/10

এ ছাড়াও এই সাপের মধ্যে নাকি ‘সৌভাগ্য বৃদ্ধি’র ক্ষমতা আছে, এমনও বিশ্বাস করেন মেরঠ এবং লখিমপুরখেরির বাসিন্দারা। এই সাপের অভিজাত রংয়ের চামড়ার পার্স, জুতো, বেল্ট এবং জ্যাকেট তৈরিতেও কাজে লাগে।

Advertisement