scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Heart Attack is becoming Killer in India: দেশে নিঃশব্দ ঘাতক হার্ট অ্যাটাক, প্রতি ১০ জনে ৪ জনের ৪০ পেরোচ্ছে না

হার্ট অ্যাটাক
  • 1/10

হৃদরোগ আমাদের জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। বিশেষ করে ভারতীয়দের জন্য হৃদরোগ একটা বড় সংখ্যা সামনে নিয়ে এসেছে। যা শুধু চিন্তাজনক তাই নয়, রীতিমতো ভীতিপ্রদ।

হার্ট অ্যাটাক
  • 2/10

ভারতের হার্ট-অ্যাটাকে মৃত্যুর মধ্যে ১০ জনের মধ্যে ৪ জনের বয়স ৪৫ বছরের কম। গত দশ বছরে ভারতে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে।

হার্ট অ্যাটাক
  • 3/10

একটি পরিসংখ্যানে জানা গিয়েছে শেষ ১০ বছরে ভারতে হার্ট অ্যাটাকের সংখ্যা ৭৫ শতাংশ বেড়ে গিয়েছে। যা প্রকাশ্য়ে আসার পর থেকেই হইচই শুরু হয়ে গিয়েছে। 

Advertisement
হার্ট অ্যাটাক
  • 4/10

এই দুটি পরিসংখ্যানই বলে দেয় যে এখন হার্টের বিষয়ে কথা বলা হতো জরুরি হয়ে গিয়েছে এবং সচেতনতা সময় এসেছে। এমন হয়েছে নাউ অর নেভার।

হার্ট অ্যাটাক
  • 5/10

হৃদয় আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তা সত্ত্বেও আমরা হার্টের স্বাস্থ্য নিয়ে উদাসীন থাকে। কিছুটা জেনে-বুঝে আবার কখনও অজান্তেই আমরা হৃদয়কে গুরুত্ব দিই না।

হার্ট অ্যাটাক
  • 6/10

হার্টের স্বাস্থ্য এড়িয়ে গেলে তা আমাদের ভবিষ্যতে কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যায় অনেকক্ষেত্রেই যখন আমরা বুঝি, তখন অনেক দেরি হয়ে গিয়েছে।

হার্ট অ্যাটাক
  • 7/10

খারাপ জীবনযাত্রা এবং মানসিক চাপ বাড়তে থাকায় হার্ট কমজোর হতে শুরু করেছে, হয়তো এটাই কারণ যে এক সময় বৃদ্ধ-বয়স্ক লোকেদের প্রাণ কেড়ে নিতো হৃদরোগ, কিন্তু এখন যুবকেরাও এর শিকার হচ্ছেন। এমনকী ২০-২৫-১৮ এমনকী নাবালক  দুএকটি হার্ট অ্যাটাকের ঘটনা সামনে এসেছে।

Advertisement
হার্ট অ্যাটাক
  • 8/10

হৃদয়ের স্বাস্থ্যের উপর কথা জরুরি কারণ, যেটা মুম্বইয়ে গত বছর করোনাতে অতটা মৃত্যু হয়নি, যতটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন লোক। একটি আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী মুম্বইয়ের গত বছর জানুয়ারি থেকে জুন এর মধ্যে ১০ হাজার ২৯০ জন করোনায় মৃত্যু হয়েছে। যার মধ্যে হার্ট অ্যাটাকে মৃত্যু সংখ্যা ১৭ হাজার ৮৮০ জন।

হার্ট অ্যাটাক
  • 9/10

আমেরিকার একটি রিসোর্স জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ২০১৫ সাল পর্যন্ত ভারতের ৬.২ কোটি লোক হার্টের রোগের সঙ্গে জড়িত সমস্যায় ভুগছিলেন এর মধ্যে ২.৩ কোটি লোক যাদের বয়স ৪০ বছরের কম অর্থাৎ ৪০% হৃদরোগের রোগী ছিলেন, যাঁদের বয়স ৪০ বছরের কম।

 

হার্ট অ্যাটাক
  • 10/10

এমনই একটি স্টাডি ২০১৮ তে প্রকাশ্যে আসে। তাতে সাইন্স জার্নাল ল্যানসেট ভারতে হার্টের সঙ্গে জড়িত রোগে ১৯৯০ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটা পরিসংখ্যান জোগাড় করেছেন। এই জার্নালটিতে দাবি করা হয়েছে, যেমন ১৯৯০ সালে ভারতের হওয়া মোট মৃত্যুর ১৫.২ শতাংশ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ছিল, ২০১৬ তে গিয়ে সেই সংখ্যা বেড়ে ২৮.৮% হয়ে গিয়েছে। অর্থাৎ ২০১৬ তে ভারতে হওয়া প্রতি ১০০ জনের মৃত্যুর মধ্যে ২৮ জনের মৃত্যুর কারণ হৃদরোগজনিত কারণ। এখন ২০২২ চলছে। ফলে এই সংখ্যা আরও বেড়েছে বলেই ধারণা গবেষকদের।

Advertisement