scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Unwanted Hair in Women: মহিলাদের শরীরে কেন গজায় অবাঞ্ছিত চুল? জেনে নিন কারণ

কিছু
  • 1/6

কিছু মহিলাদের মুখে এবং শরীরে খুব বেশি চুল গজায়। এই অবাঞ্ছিত চুলের অবস্থাকে বলা হয় হিরসুটিজম। নারীদের মুখে ও শরীরে হালকা রঙের চুল থাকে, কিন্তু হিরসুটিজমের ক্ষেত্রে এই চুলগুলিই ঘন এবং গাঢ় রঙের হয়।
 

এই
  • 2/6

এই অবাঞ্ছিত লোম মুখ, হাত, পিঠ বা বুকে যে কোন জায়গায় গজাতে পারে। মহিলাদের হিরসুটিজম সাধারণত পুরুষ হরমোনের সঙ্গে যুক্ত। তবে, হিরসুটিজম ক্ষতিকর নয়।
 

হিরসুটিজমের
  • 3/6

হিরসুটিজমের কারণ- টেস্টোস্টেরনের সঙ্গে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি বেড়ে গেলে মহিলাদের শরীরে অবাঞ্ছিত লোম আসতে শুরু করে। এ কারণে পুরুষদের মতো নারীদেরও চুল গজাতে শুরু করে। 
 

Advertisement
এর অনেক
  • 4/6

এর অনেক কারণ আছে, তবে মূল কারণ হল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)। এটি হরমোন উত্পাদন এবং পিরিয়ড এবং উর্বরতাকেও প্রভাবিত করে। এ ছাড়া, অ্যাড্রিনাল গ্রন্থির অসুখের কারণে মহিলাদের শরীরে অবাঞ্ছিত লোম দ্রুত গজাতে শুরু করে।
 

অত্যধিক
  • 5/6

অত্যধিক বা অবাঞ্ছিত চুলের চিকিৎসা - ওজন বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিলে ওজন কমাতে বলতে পারেন চিকিৎসক। ওজন ঠিক রাখলে হরমোনের মাত্রাও ঠিক থাকে। PCOS বা অ্যাড্রিনাল ডিজঅর্ডার থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। 
 

অনেক
  • 6/6

অনেক সময় চিকিৎসকেরা, হিরসুটিজম নিয়ন্ত্রণের জন্য জন্মনিয়ন্ত্রক ওষুধও দিয়ে থাকেন যাতে হরমোন ঠিক রাখা যায়। এছাড়াও,ওয়াক্সিং, শেভিং, ডিপিলেটরি লেজার হেয়ার রিমুভাল এবং ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমেও অবাঞ্ছিত লোমতুলে নেওয়া যায়।

Advertisement