scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Holi: ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 1/12

আর মাত্র কয়েকটা দিন। তার পরই লাল-নীল-সবুজের মেলা বসবে। রঙের প্রলেপে ঢাকা পড়বে আসল চেহারা। আবির রঙে রেঙে ওঠার পর নিজেকে চেনাই প্রায় দুষ্কর হয়ে দাঁড়াবে।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 2/12

বাজারে নানা ধরনের রং পাওয়া যায়। প্রত্যেক রং বা আবিরেই কিছু না কিছু রাসায়নিক থাকে। এই রাসায়নিকের মাত্রার উপরই নির্ভর করে তা আপনার ত্বক এবং চুলের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। এই ক্ষতিকর রাসায়নিক মেশানো রঙের প্রভাবে আমাদের চুল, ত্বক এমনকি চোখেরও মারাত্মক ক্ষতি করতে পারে।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 3/12

তাই দোলে রঙের খেলায় মেতে ওঠার আগে তাই নিজেকে মুড়ে ফেলুন সুরক্ষার চাদরে। চর্মরোগ বিশ্ষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জেনে নিন কি ধরনের আগাম সতর্কতা অবলম্বন করা জরুরি।

Advertisement
ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 4/12

১) রঙের খেলায় মেতে ওঠার আগে সবার প্রথমে সারা শরীরে ভালো করে নারকেল তেল মেখে নিন। এর ফলে শরীর থেকে রং তোলা অনেকটাই সহজ হবে।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 5/12

২) রং খেলার সময় চেষ্টা করুন শরীর যতটা সম্ভব পোশাকে ঢেকে রাখার। এতে রং কিছুটা হলেও কম শরীরে লাগবে। একই সঙ্গে তীব্র গরমে শরীরের ক্ষতি কম হবে।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 6/12

৩) শরীরের কোনও অংশ কেটে গিয়ে থাকে তাহলে রং খেলার আগে ব্যান্ড-এইড বা ওই জাতীয় স্টিকিং প্লাস্টার লাগিয়ে নিন। এতে কাটা-ছেঁড়া অংশে ক্ষতিকর রাসায়নিক মেশানো রং লেগে বিপদ এড়ানো সম্ভব হবে।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 7/12

৪) দোলে রং খেলার আগে সবার প্রথমে  চুল ভালো রাখতে আগের থেকে চুলে শ্যাম্পু করে ফেলবেন। কারণ ময়লা চুলে রং আরও বেশি করে বসে যায়। তাতে রং ওঠানো দুষ্কর হয়ে দাঁড়াবে। রং খেলার আগে চুলে ভালো করে নারকেল তেল লাগিয়ে নিন। এতে ক্ষতিকর রাসায়নিক মেশানো রঙের হাত থেকে চুল বাঁচানো সহজ হবে।  চুল কে বাঁচাতে নানা ধরনের রং-বেরঙের পরচুলা পরে নিতেন পারেন। রঙের হাত থেকে চুল কে বাঁচাতে মাথায় স্কার্ফ বা রুমাল বেঁধে নিতে পারেন। এতে চুলে কিছুটা হলেও কম রং লাগবে।

Advertisement
ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 8/12

৫) যদি আপনার চোখে কনট্যাক্ট লেন্স থাকে তাহলে রং খেলার আগে অতি অবশ্যই সেটি খুলে রাখুন। ছোট থেকে বড় সকলেই চোখ বাঁচাতে চশমা বা সানগ্লাস পরে নিতে পারেন।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 9/12

৬) যদি কোন কারণে রং চোখে চলে যায়, জ্বালা করে, তাহলে সঙ্গে সঙ্গে চোখে বার বার ঠান্ডা জলের ঝাপটা দিন। জ্বালা করলেও হাত বা আঙুল দিয়ে চোখ ডলবেন না। এতে হিতে বিপরীত  হতে পারে।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 10/12

৭) যতটা সম্ভব হার্বাল রং এবং আবির ব্যবহার করার চেষ্টা করুন।

ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 11/12

৮) শুধু ত্বক আর চুল নয় দোলে রঙের হাত থেকে দাঁত বাঁচানো বেশ জরুরি। মুখের ভিতরে রং চলে গেলে তা পেটের সমস্যা তৈরি করতে পারে। তাই দোলে রং খেলার আগে ডেন্টাল ক্যাপ পরে নিতে পারেন। এতে সহজে দাঁতে রং লাগবেনা আর আপনিও চিন্তা মুক্ত ভাবে রং খেলতে পারবেন।

Advertisement
ক্ষতিকারক রং থেকে ত্বক-চুল বাঁচাবেন কীভাবে? জেনে নিন
  • 12/12

সব মিলিয়ে উৎসব যেন আনন্দময় থাকে। সাবধানে রং খেলুন।

Advertisement