Advertisement
লাইফস্টাইল

Dooars Forest Resort: ডুয়ার্সে সরকারি ফরেস্ট বাংলো কীভাবে বুকিং করতে হয়? গরুমারা বা নেওড়া ভ্যালি, স্টেপ বাই স্টেপ গাইড

Dooars Forest Bungalow Booking
  • 1/10

শীত পড়লেই বেড়াতে যাওয়া চাই-ই চাই। ইতিমধ্যেই ভ্রমণপিপাসুরা ইন্টারনেট ঘাঁটা শুরু করে দিয়েছেন অফবিট স্পট খুঁজতে। বন্ধুদের মধ্যে তুমুল বিতর্কের পর শেষ পর্যন্ত জঙ্গলে যাওয়ার কথাই মনস্থির করে ফেলেছেন অনেকে। ডেস্টিনেশন ডুয়ার্স। কিন্তু কোন বন বাংলোতে থাকবেন? কীভাবেই বা বুক করবেন সেই সরকারি ফরেস্ট লজ? হদিশ দিচ্ছে bangla.aajtak.in.

Dooars Forest Bungalow Booking
  • 2/10

মেন্দাবাড়ি রিসর্ট
এটি জলদাপাড়া জঙ্গলের মধ্যে অবস্থিত। একশৃঙ্গ গণ্ডার যখন তখন চোখের সামনে দেখতে পাবেন। হাতির দেখাও মিলতে পারে। এর নিকটবর্তী রেল স্টেশন হাসিমারা। এখানে স্ট্যান্ডার্ড রুমের ভাড়া ২ হাজার ৫০০ টাকা। 
 

Dooars Forest Bungalow Booking
  • 3/10

 সুনতালেখোলা রিভার ক্যাম্প
ডুয়ার্সের হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি রিসর্ট। প্রকৃতি উপভোগ করার পাশাপাশি ট্রেকিং রুটে যাওয়া যায়। সুপার ডিলাক্স রুমের ভাড়া ৩ হাজার টাকা। এখান থেকেও নেওড়া ভ্যালি জঙ্গল সাফারি করা যায়। 

Advertisement
Dooars Forest Bungalow Booking
  • 4/10

নেওড়া জঙ্গল ক্যাম্প
ভ্যালি জাতীয় উদ্যানের কাছে অবস্থিত এই রিসর্ট প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি আদর্শ জায়গা। বিভিন্ন ধরনের পাখির প্রজাতি ও বিপন্ন প্রাণীর দেখা মেলে এখানে। ডিলাক্স রুমের ভাড়া ২ হাজার টাকা। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া ১ হাজার ৮০০ টাকা। ডর্মেটরি রুমের ভাড়া ৬০০ টাকা। সুপার ডিলাক্স রুমের ভাড়া ৩ হাজার টাকা। 

Dooars Forest Bungalow Booking
  • 5/10

মূর্তি ইকো ট্যুরিজম সেন্টার (বনানি)
মূর্তি নদীর পাশে অবস্থিত মনোরম একটি সরকারি বনবাংলো। ৩টি কটেজ রয়েছে, যা মূলত মূর্তি ইকো কুটির নামে পরিচিত। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া ১ হাজার ৮০০, ডিলাক্স রুমের ভাড়া ২ হাজার ২০০, সুপার ডিলাক্স রুমের ভাড়া ২ হাজার ৭০০ টাকা। প্রিমিয়াম রুমের ভাড়া ৪ হাজার টাকা।

Dooars Forest Bungalow Booking
  • 6/10

মালঙ্গি ইকো ট্যুরিজম সেন্টার
মালঙ্গি ইকো ট্যুরিজম সেন্টার আসলে মালঙ্গি লজ নামেই পরিচিত। এটি আলিপুরদুয়ারের কাছে, চিলাপাতার রিজার্ভ ফরেস্টের কাছাকাছি অবস্থিত। এখানে সুপার ডিলাক্স রুমের ভাড়া ২ হাজার ৭০০ টাকা। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া ২ হাজার টাকা। 

Dooars Forest Bungalow Booking
  • 7/10

কালিপুর ইকো ভিলেজ, মেদলা, গরুমারা
কালিপুর ইকো ভিলেজ গরুমারা জাতীয় উদ্যানের কাছে দুর্দান্ত একটি সরকারি বনবাংলো। মূর্তি ও জলঢাকা নদীর কাছে আবস্থিত হওয়ায় এখানে বন্যপ্রাণীর দেখা মেলে। রয়েছে হাতির সাফারির হাতছানিও। এখানে ডবল বেডরুমের প্রতি রাতের ভাড়া ২ হাজার টাকা। 

Advertisement
Dooars Forest Bungalow Booking
  • 8/10

ঝালং রিভার ক্যাম্প
চাপরামারি অভয়ারণ্যের মধ্য দিয়ে ঝালং পৌঁছে সোজা চলে যান ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBFDC)-এর ঝালং রিভার ক্যাম্পে। আগে থেকে অনলাইনে বুক করে নিতে হবে। জলঢাকা নদীর উপর একটি ছোটো কাঠের সেতু এই ক্যাম্পের বড় আকর্ষণ। ২ বেডরুমের ভাড়া ২৫০০ টাকা, ৩০০০ টাকা, ৩৫০০ টাকা। 

Dooars Forest Bungalow Booking
  • 9/10

লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার
লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার গোরুমারা জাতীয় উদ্যানের পাশেই অবস্থিত। ছিমছাম এবং পরিপাটি রিসর্ট। জঙ্গল সাফারি এবং ওয়াচ টাওয়ারে চড়ে বন্যপ্রাণ দেখা যায়। ডবল বেড প্রিমিয়াম রুমের ভাড়া ৪ হাজার। সুপার ডিলাক্স রুমের ভাড়া ৩ হাজার। 

Dooars Forest Bungalow Booking
  • 10/10

অনলাইনে সমস্ত সরকারি বনবাংলোগুলিকেই বুকিং করা যায়। নির্দিষ্ট রুম বেছে নিয়ে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করে বুকিং করা যায়। আবার 7604044479 নম্বরে ফোন করেও বুকিং করতে পারেন পছন্দমতো রিসর্ট।

Advertisement