scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

বিয়ের পর পার্টনারকে সবচেয়ে বেশি চিট করে এই দেশের কাপল

চিট
  • 1/8

সাম্প্রতিক সমীক্ষা বলছে বিয়ের পর পার্টনারকে সবচেয়ে বেশি চিট করে আয়ারল্যান্ডের কাপলরাই। কানাডার একটি বিবাহিতদের ডেটিং সাইটের সমীক্ষায় ইঠে এসেছে এমনই তথ্য। স্টাডি বলছে, প্রতি ৫ জনের মধ্যে ১ (২০ শতাংশ) জন তাঁর সঙ্গীর সঙ্গে চিট করে।

চিট
  • 2/8

চিট করার বিষয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে জার্মান কাপলরা। এ দেশের ১৩ শতাংশ মানুষ স্বীকার করেছেন তাঁরা সঙ্গীকে চিট করেন। গ্লোবাল স্টাডিতে তিন নম্বরে রয়েছে কলাম্বিয়া (৮ শতাংশ)। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে  যথাক্রমে ফ্রান্স (৬ শতাংশ) এবং ইংল্যান্ড (৫ শতাংশ)।

চিট
  • 3/8

এই ডেটিং অ্যাপের সার্ভেতে অনেকেই জানিয়েছেন, যদি তাঁরা পার্টনারের অ্যাফেয়ারের বিষয়ে জানতে পারেন, তা হলে তাঁদের ক্ষমা করে দেবেন। স্টাডি আরও বলছে, এ ক্ষেত্রে মহিলাদের তুলনায় পুরুষরা ক্ষমা করার বিষয়ে বেশি সম্মত হয়েছেন।

Advertisement
চিট
  • 4/8

স্টাডি আরও বলছে, অ্যাফেয়ারের বিষয়ে জানার পর কোনও মহিলা তাঁর সঙ্গীকে আর আগের মতো বিশ্বাস করতে পারেন না। ৮০ শতাংশ পুরুষ এবং ৮৫ শতাংশ মহিলা তাঁদের সঙ্গীকে আগের অ্যাফেয়ারের জন্য ক্ষমা করে দিয়েছেন।

চিট
  • 5/8

সার্ভেতে জিজ্ঞাসা করা হয়েছিল, পার্টনারকে অ্যাফেয়ারের জন্য ক্ষমা করবেন কিনা। তাতে ৮৬ শতাংশ পুরুষ হ্যআঁ বলেছেন। যেখানে ৮২ শতাংশ মহিলা না বলেছেন। এর কারণ হিসাবে মনোবিদরা বিভিন্ন কারণ উল্লেখ করেছেন।

চিট
  • 6/8

মনোবিদরা জানাচ্ছেন, অ্যাফেয়ারের বিষয়ে জানলে পুরুষরা সাধারণত এটা জানার চেষ্টা করেন সঙ্গী শারীরিক ভাবে কতটা জড়িত রয়েছেন। যেখানে মহিলাদের জানার বিষয় ছিল, পার্টনার মানসিক ভাবে সেই মহিলার সঙ্গে কতটা জড়িয়ে রয়েছেন।

চিট
  • 7/8

এই দুই ক্ষেত্রে জড়িত থাকলে পুরুষ এবং মহিলারা পার্টনারকে ক্ষমা করতে পারেন না। এমনটাই জানাচ্ছেন মনোবিদরা। স্টাডিতে এটাও জানা গিয়েছে, গোটা বিশ্বে লক ডাউন চললেও প্রেম এবং চিট করার বহু ঘটনা সামনে এসেছে।

Advertisement
চিট
  • 8/8

সার্ভেতে অনেকে জানিয়েছে, এক মাসের সঙ্গে ২ জন ব্যক্তির সঙ্গে শারারীক সম্পর্ক করেছেন। আবার অনেকে সিক্রেট পার্টনারের সঙ্গে কোনও রকম শারীরিক সম্পর্ক রাখতে চাননি। এই স্টাডি ওই সাইটের ৩০০০ সদস্যদের উপর করা হয়েছে।

Advertisement