scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Know Future From Mole: গালে তিল থাকলে উপচে পড়ে ধন-সম্পদ, জেনে নিন তাদের ভবিষ্যতের রহস্য

জ্যোতিষশাস্ত্রের
  • 1/9

জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানা যায়। সামুদ্রিক শাস্ত্রে শরীরের লক্ষণ বা উপসর্গের ভিত্তিতে ব্যক্তি সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। একইভাবে, ব্যক্তির শরীরে পাওয়া তিলগুলির মাধ্যমে ভবিষ্যত সম্পর্কে অনেক কিছু জানা যায়। পন্ডিত শৈলেন্দ্র পান্ডে জানাচ্ছেন তিল (Mole) সংক্রান্ত কিছু বিশেষ রহস্যের কথা। সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে তিলের মাধ্যমে একজন মানুষের ভালো-মন্দ, এমনকি স্বভাবও বোঝা যায়।
 

শৈলেন্দ্র পান্ডে
  • 2/9

শৈলেন্দ্র পান্ডে জানান, মুখে তিল থাকার বিভিন্ন অর্থ রয়েছে। গালে পাওয়া তিল সরাসরি ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। গালে তিল থাকলে তা আপনার আকর্ষণকে শক্তিশালী করে। এই ধরনের লোকেরা আকর্ষণীয় হওয়ার পাশাপাশি খুব ধনী হয়।
 

নাকে তিল
  • 3/9

নাকে তিল থাকলে তিনি খুব শৃঙ্খলাবদ্ধ হন। তবে এ কারণে আপনার জীবনে দ্বন্দ্ব বাড়তে থাকে। ঠোঁটের উপরে তিল থাকলে ব্যক্তি খুব জনপ্রিয় হয়। যাদের নাকের নিচে তিল থাকে, তারা কম মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন।
 

Advertisement
কপালে
  • 4/9

কপালে তিল থাকা ইঙ্গিত দেয় যে শুরুতে সংগ্রাম করার পরেই, আপনি ধনী হতে পারবেন। ঠোঁটে তিল থাকা মানেই মানুষটি খুব প্রেমময় প্রকৃতির। এ ধরনের মানুষ একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকে।
 

হাতের তালুতে
  • 5/9

হাতের তালুতে মাঝখানে যদি তিল থাকে, তাহলে তা সমৃদ্ধি দেয়। আঙ্গুলে তিল থাকলে দুর্ভাগ্য হয়। হাতের তালুর পিছনে তিলযুক্ত ব্যক্তিরা খুব অলস হন।
 

বুকে তিলযুক্ত
  • 6/9

বুকে তিলযুক্ত ব্যক্তিকে পারিবারিক বাধার সম্মুখীন হতে হয়। পরিবারের সদস্যদের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে হবে। পায়ের তলায় থাকা তিল সবসময় একজন মানুষকে বাড়ি থেকে দূরে নিয়ে যায়। পায়ের তলায় তিল থাকলে জীবনে দারুণ সাফল্য পাওয়া যায়।
 

পেটে তিল
  • 7/9

পেটে তিল থাকার অর্থ হল যে ব্যক্তি খুব ধনী, তবে এই জাতীয় ব্যক্তিদের স্বাস্থ্য প্রায়শই খারাপ থাকে। কালো তিল ছাড়াও শরীরে লাল আঁচিল রয়েছে। লাল আঁচিল সাধারণত খুব কমই শরীরে পাওয়া যায়। লাল তিল সমৃদ্ধি এবং দুর্ভাগ্য উভয়েরই প্রতীক।
 

Advertisement
মুখে লাল
  • 8/9

মুখে লাল তিল থাকলে তা ব্যক্তির বিবাহিত জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। বাহুতে লাল তিল থাকলে আর্থিক শক্তি আসে। বুকে লাল তিল থাকা মানে বিদেশে গিয়ে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে।
 

পিঠে লাল
  • 9/9

পিঠে লাল তিল থাকলে সেনাবাহিনী বা সাহসিকতার ক্ষেত্রে সাফল্য পাওয়া যায়। এই ধরনের লোকেরা সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে তাদের বীরত্বের জন্য দুর্দান্ত সাফল্য অর্জন করে।
 

Advertisement