scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

শীঘ্র পতন রুখতে রোজ ভায়াগ্রা খেতেন ইনি! এখন যা অবস্থা হল...

অনেকেই
  • 1/9

সঙ্গম চলাকালীন যৌন ক্ষমতা বাড়াতে ভায়াগ্রা ব্যবহার করেন, এমন অনেকেই রয়েছেন। কিন্তু এর ফলও মারাত্মক হতে পারে। এক মধ্যবয়স্ক ব্যক্তি অনিয়মিত ভায়াগ্রা সেবন করে এখন বিপাকে পড়েছেন। এখন তিনি বিশেষজ্ঞের কাছে সাহায্য চেয়েছেন। (সব ছবি প্রতীকী)
 

বিবাহিত
  • 2/9

ওই ব্যক্তি লিখেছেন, আমরা প্রায় ১০ বছর ধরে বিবাহিত সংসার। আমার বয়স ৫০ বছর এবং আমার স্ত্রীর বয়স ৩৯ বছর।

ব্যবহার
  • 3/9

তিনি আরও বলেন, অনিয়মিত বীর্যপাতের জন্য তিনি ভায়াগ্রা ব্যবহার করেন। দম্পতির কোনও সন্তান নেই। 

Advertisement
প্রথমে
  • 4/9

ওই ব্যক্তির দাবি, চিকিৎসকরা প্রথমে বলেছিলেন তাঁর স্ত্রীর স্ত্রীরোগ জনিত কিছু সমস্যা রয়েছে। তাই গর্ভবতী হতে তিনি পারছেন না।

পড়েছেন
  • 5/9

তবে সেই সমস্যার সমাধান হয়েছে। কিন্তু এখনও গর্ভবতী হননি স্ত্রী।  ফলে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন ওই ব্যক্তি। 

হয়তো
  • 6/9

এখন ওই ব্যক্তি বলছেন, আমি ভায়াগ্রা ব্যবহার করি, হয়তো এই কারণে হয়তো আমার স্ত্রী সন্তান ধারণ করতে পারছেন না।

আপনি
  • 7/9

এই বিষয়ে বিশেষজ্ঞ তার মতামত দিয়ে বললেন, 'আমি মনে করি আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শে ভায়াগ্রা ব্যবহার শুরু করেছেন। যদি তা না হয়, তাহলে আপনাকে অবিলম্বে এই বিষয়ে ডাক্তারের সাথে কথা বলতে হবে।

Advertisement
এমনকী
  • 8/9

ওই বিশেষজ্ঞ আরও বলেন, পরামর্শ ছাড়া ভায়াগ্রা ব্যবহার অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। এমনকী পুরুষত্বহীনতাও সৃষ্টি হতে পারে।
 

উচিত
  • 9/9

বিশেষজ্ঞদের মতে ওই ব্যক্তির এখনই কোনও চিকিৎসকের কাছে যাওয়া উচিত। না হলে বিপদ বাড়তে পারে।
 

Advertisement