scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 1/8

পিতৃত্বের সুখ পেতে চাইলে স্পার্ম কাউন্ট বা পুরুষের শুক্রাণুর সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ! মদ্যপান, ধূমপান, কঠোর ও অনিয়মিত ব্যায়াম— এ সব কিছুই স্পার্ম কাউন্টের ওপর প্রভাব ফেলে। বছর তিনেক আগের একটি গবেষণার রিপোর্টে এই তালিকায় জুড়েছে পুরুষের অন্তর্বাসও! ওই রিপোর্ট অনুযায়ী, পুরুষের অন্তর্বাসও প্রভাব ফেলে তার শুক্রাণুর সংখ্যায়!

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 2/8

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে (Human Reproduction Journal) প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে, আঁটসাঁট অন্তর্বাস পরলে পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যায়। অন্যদিকে, যাঁরা অপেক্ষাকৃত ঢিলেঢালা, আরামদায়ক অন্তর্বাস পরেন, তাঁদের শুক্রাণুর সংখ্যা তুলনামূলক ভাবে বেশি থাকে।

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 3/8

এই গবেষণার অন্যতম সদস্য এবং লেখক লিডিয়া মিনগুয়েজ-অ্যালার্সিয়ন জানান, শুক্রাণু উৎপাদনের ওপর অন্তর্বাসের কোনও প্রভাব রয়েছে কি-না, তা নিয়ে বিগত কয়েক বছর ধরে গবেষণা করা হয়েছে।

Advertisement
Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 4/8

অ্যালার্সিয়ন জানান, এই গবেষণার জন্য তিনি এমন ৬৫৬ জন পুরুষকে বেছে নিয়েছিলেন যাঁরা বন্ধ্যাত্বের জন্য উপযুক্ত চিকিৎসা খুঁজছিলেন। এর পর ১৮ থেকে ৫৬ বছর বয়সী এই পুরুষদের শুক্রাণু ও রক্তের নমুনা নেওয়া হয় এবং তাঁদের পরনে অন্তর্বাসের সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর নথিভুক্ত করা হয়।

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 5/8

এই গবেষণায় অংশ নেওয়া ৩৪৫ জন পুরুষ জানান, তাঁরা সাধারণত ঢিলেঢালা ও আরামদায়ক ‘বক্সার’ জাতিয় অন্তর্বাস পরেন। এই ৩৪৫ জন পুরুষ ছিলেন তরুণ এবং ছিপছিপে গড়নের।

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 6/8

এই ৩৪৫ জনের শুক্রাণুর সংখ্যা ছিল গবেষণায় অংশ নেওয়া অন্যদের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি! এঁদের স্পার্ম কনসেনট্রেশন ছিল ২৫ শতাংশেরও বেশি, সক্রিয় স্পার্ম ছিল গবেষণায় অংশ নেওয়া বাকিদের তুলনায় ৩৩ শতাংশ বেশি।

Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 7/8

গবেষণায় দেখা যায়, যাঁরা আঁটসাঁট অন্তর্বাস পরেন তাঁদের শুক্রাণু উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। তবে এ গবেষণায় শুধুমাত্র অন্তর্বাসের ধরন বিশ্লেষণ করা হয়েছে। এই অন্তর্বাস তৈরিতে ব্যবহৃত কাপড় বা অন্তর্বাসের ওপর পরা পোশাকের ধরণ নিয়ে কোনও পর্যবেক্ষণ ছিল না। তাই এই গবেষণা লব্ধ তত্ব মেনে নিতে পারেননি অনেক বিশেষজ্ঞ, গবেষক।

Advertisement
Underwear Affects Fertility: ভুল মাপের অন্তর্বাস কমায় স্পার্ম কাউন্ট, বাড়ায় বন্ধ্যাত্বের ঝুঁকি!
  • 8/8

এই গবেষণার অন্যতম সদস্য এবং লেখক লিডিয়া মিনগুয়েজ-অ্যালার্সিয়ন পুরুষদের আঁটসাঁট অন্তর্বাস পরা বা খুব গরম জলে স্নান করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। কারণ, অতিরিক্ত উত্তাপে শুক্রাণুর উৎপাদন কমে যেতে পারে। অ্যালারসিয়নের মতে, এই গবেষণার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটির পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ! কারণ, এ বিষয়ে এত বেশি মানুষকে নিয়ে গবেষণা আগে কখনও হয়নি।

Advertisement