Advertisement
লাইফস্টাইল

Monkeypox Virus: Monkeypox ভাইরাস কতটা মারাত্মক? উপসর্গ কী কী...

  • 1/8

গোটা বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস (Monkeypox Virus)। ইতিমধ্যেই ব্রিটেন, আমেরিকা ছাড়াও পর্তুগাল ও স্পেনেও কয়েকজনের শরীরে মাঙ্কিপক্স ভাইরাসের (Monkeypox Virus) সংক্রমণের প্রমাণ মিলেছে।

আরও পড়ুন: আতঙ্ক বাড়াচ্ছে ভয়ঙ্কর Monkeypox ভাইরাস!

 

ছবি: Getty Images

  • 2/8

বিজ্ঞানীদের মতে, এটি গুটিবসন্ত ভাইরাসের পরিবারভুক্ত এবং ছোঁয়াচে। অর্থাৎ, আক্রান্তের সংস্পর্শে এলে মাঙ্কিপক্স ভাইরাস (Monkeypox Virus) এক জনের থেকে অন্য জনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

  • 3/8

বিজ্ঞানীদের মতে, বিরল এই ভাইরাস পশুর শরীর থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়েছে। তবে মাঙ্কিপক্স ভাইরাস (Monkeypox Virus) সাধারণত ফ্লু-এর মতো অসুস্থতা আর লিম্ফ নোডের ফোলা দিয়ে শুরু হয়ে মুখ এবং ফুসকুড়ি, ফোসকার মতো ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ে।

ছবি: Getty Images

Advertisement
  • 4/8

মাঙ্কিপক্স একটি ভাইরাস যা প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় রেন ফরেস্ট অঞ্চলে বিস্তার ঘটিয়েছে। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন এলাকা থেকেই মাঙ্কিপক্সের (Monkeypox Virus) সংক্রমণের খবর সামনে আসছে।

ছবি: Getty Images

  • 5/8

এই ভাইরাস এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বলেই আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। কতটা বিপজ্জনক মাঙ্কিপক্স ভাইরাস (Monkeypox Virus)? এর উপসর্গ কী কী? চলুন জেনে নেওয়া যাক...

ছবি: Getty Images

  • 6/8

বেশিরভাগ সংক্রমণ ২ থেকে ৪ সপ্তাহ স্থায়ী হয়। সাধারণত এই ভাইরাসের সংক্রমণে জ্বর, ফুসকুড়ি এবং লিম্ফ নোড ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। বিজ্ঞানীদের দাবি, জীবিত বা মৃত বন্য প্রাণীর মাংস খেলে এ রোগ ছড়ানোর আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।

ছবি: Getty Images

  • 7/8

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভাইরাসটি সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না। তবে শরীরের তরল, ঘা, খোলা ক্ষত স্থানের সংস্পর্শে এলে বা দীর্ঘস্থায়ী যোগাযোগের পরে শ্বাস প্রশ্বাসের থেকে নির্গত জল সূক্ষ্মাতিসূক্ষ্ম কণার মাধ্যমে ছড়াতে পারে।

ছবি: Getty Images

Advertisement
  • 8/8

রোগের সময়কাল সাধারণত ৬ থেকে ১৩ দিন। তবে মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষণগুলি সংক্রমণের ৫ থেকে ২১ দিনের মধ্যেও দেখা দিতে পারে। মাঙ্কিপক্সের লক্ষণগুলি হালকা বা গুরুতর হতে পারে এবং সাধারণত ১৪ থেকে ২১ দিনের মধ্যে নিজে থেকেই চলে যায়। মাঙ্কিপক্সের ফলে ত্বকে সৃষ্টি হওয়া ক্ষতে খুব চুলকানি বা যন্ত্রণা হতে পারে।

ছবি: Getty Images

Advertisement