ডিসেম্বরের শেষ সপ্তাহেই বছরের তুষারপাতের শুরু হয়ে গিয়েছে দার্জিলিং পার্বত্য এলাকায়। ইতিমধ্য়েই দার্জিলিং-সিকিমের উত্তরাঞ্চলে তুষারপাত হয়েছে।
তুষারপাত এখনও চলছে। শনিবারও তুষারপাত হয়েছে দার্জিলিংয়ের সান্দাকফু, সিকিমেল লাচুং-লাচেনে। এছাড়া টাইগার হিলেও তুষারপাত হয়েছে।
জানুয়ারি জুড়েও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জানুয়ারির প্রথম সপ্তাহে তুষারপাত হতে পারে আরও কিছু জায়গায় বলে জানানো হয়েছে।
এই মুহূর্তে সান্দাকফু, লাচুংয়ের চারিদিকে বরফে ঢেকে রয়েছে। গাছের পাতা থেকে শুরু করে রাস্তা-ঘাট বরফে ঢাকা।
পর্যটকরা যে যেখানে আছেন, সেখান থেকেই ছুটছেন এই জায়গাগুলিতে। সান্দাকফু, লাচুংয়ে জায়গা নেই প্রায়। অনেকে ঘুরে চলে আসছেন, তবু যাচ্ছেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জানুয়ারি এমনকী ফেব্রুয়ারিতেও তুষারপাত হতে পারে। এমনিতেই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে তুষারপাতের স্বাভাবিক সময়।
কিন্তু গত কয়েক বছর থেকে তুষারপাত হচ্ছে ডিসেম্বরের গোড়াতেই। ২০২১ এর ডিসেম্বরে ব্যাপক তুষারপাত হয়েছিল। দার্জিলিং সহ অনেক নীচু উচ্চতা পর্যন্ত বরফে ঢেকে গিয়েছিল।
এবারে তেমন তুষারপাতের সম্ভাবনা কম। দার্জিলিং বা গ্যাংটক শহরে তুষারপাতের সম্ভাবনা ১০ শতাংশ বলে সিকিম আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।