
অফিসে সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর প্রবণতা বাড়ছে ভারতীয়দের মধ্যে। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য সামনে এসেছে। অ্যাশলে ম্যাডিসনের গবেষণায় প্রকাশ, অফিস প্রেমের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

YouGov-এর সহযোগিতায় ১১টি দেশে এই গবেষণা হয়। সেগুলো হল অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, ইতালি, মেস্কিকো, স্পেন, সুইজারল্যান্ড, আমেরিকা ও ব্রিটেন। ১৩ হাজারেরও বেশি মানুষের থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণায় প্রকাশ, অফিসে সহকর্মীর সঙ্গে প্রেম এখন ভারতে খুব কমন। প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে অন্তত চারজন সহকর্মীর সঙ্গে প্রেম করেছেন বা সম্পর্কে আছেন।

তবে এই তালিকার শীর্ষে আছেন মেক্সিকানরা। সেই দেশের প্রায় ৪৩ শতাংশ চাকরিজীবী সহকর্মীর সঙ্গে প্রেম করেন বা করেছেন। ভারতীয়দের ক্ষেত্রে সংখ্য়াটা ৪০ শতাংশ।

আমেরিকা, ব্রিটেন ও কানাডার মতো দেশগুলোতে যদিও সেই হার ৩০ শতাংশ। এই সব দেশে সহকর্মীর সঙ্গে প্রেমকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অনেকে।

গবেষণায় প্রকাশ, ৫১ শতাংশ পুরুষ মনে করেন, সহকর্মী মহিলার সঙ্গে প্রেম করা যেতে পারে। তবে মহিলারা এই নিয়ে বেশ সাবধানী। তাঁরা সম্পর্কে জড়ানোর আগে পরিণতি নিয়ে ভাবেন। তারপর সিদ্ধান্ত নেন।

২৯ শতাংশ মহিলার দাবি, অফিস প্রেমে কাজের পরিবেশ নষ্ট হতে পারে। কেরিয়ারে প্রভাব পড়াও অস্বাভাবিক নয়। তবে পুরুষরা যদিও ঝুঁকি নিতে চান।

তবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁরা অফিসে ব্যক্তিগত সম্পর্কে জড়াতে চান না। এই বয়সের ছেলে-মেয়েদের মধ্য়ে প্রায় ৩৪ শতাংশের মতে, অফিসে কাজে ঢুকেই প্রেমে তাঁরা পক্ষপাতী নন।

ভারতের যে তথ্য সামনে এসেছে সেখানে সবথেকে চমকপ্রদ বিষয় হল, শুধু বড় শহরগুলোতেই নয়, ছোটো ছোটো শহর বা গ্রামীণ অফিসেও সহকর্মীর সঙ্গে প্রেম নিয়ে অনেক খোলামেলা ভারতীয়রা।