scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Snowfall Possibility At Holi In The North Bengal Hills: দোল উত্তরবঙ্গে কাটানোর প্ল্যান? পূর্বাভাসে শীতবিলাসীদের জন্য সুখবর

উত্তরে তুষারপাত
  • 1/10

Snowfall Possibility At Holi In The North Bengal Hills: দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গরম পড়তে শুরু করলেও উত্তরবঙ্গে তেমন নয়। যদিও গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে।

উত্তরে তুষারপাত
  • 2/10

শনিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ মার্চ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরে তুষারপাত
  • 3/10

বাকি সব জেলার আবহাওয়া শুকনোই থাকবে। আপাতত বাতাসে আর্দ্রতার পরিমাণও খুব একটা বাড়ছে না বলেই জানানো হয়েছে। 

Advertisement
উত্তরে তুষারপাত
  • 4/10

পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৭ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং-এর সঙ্গে কালিম্পং-এও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে।

উত্তরে তুষারপাত
  • 5/10

আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের সমতলেও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরে তুষারপাত
  • 6/10

পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা

তবে উত্তরের সমতলে যেমনই আবহাওয়া থাকুক, হোলিতে উত্তরবঙ্গের পাহাড়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন।

উত্তরে তুষারপাত
  • 7/10

যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ, তবু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিংয়ের উপরে সান্দাকফু এবং ফালুটে আচমকা তুষারপাত হতে পারে।

Advertisement
উত্তরে তুষারপাত
  • 8/10

পাশাপাশি সিকিমের উত্তর ও পূর্ব অংশে তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। লাচুং, লাচেন, গুরুডোংমার, খেচিপেরি, ছাঙ্গু, নাথুলাতে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরে তুষারপাত
  • 9/10

যদি পাহাড়ের ওই সমস্ত এলাকায় তুষারপাত হয়, তাহলে নীচু পাহাড় এলাকায় শিলাবৃষ্টি হতে পারার সম্ভাবনাও থেকে যাচ্ছে। একই সঙ্গে আচমকা সমতলেও ঠান্ডা হাওয়ার কামড় অনুভূত হতে পারে।

উত্তরে তুষারপাত
  • 10/10

হোলিতে তরাই ও ডুয়ার্সের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি-জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement