scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Cleanest Beaches: এগুলি ভারতের সবথেকে সাফ সমুদ্র সৈকত, দেখলেই যেতে ইচ্ছে করবে

রাধানগর বিচ
  • 1/5

রাধানগর বিচ (Radhanagar Beach)- আন্দামান দ্বীপে রয়েছে রাধানগর বিচ। এটা পৃথিবীর অন্যতম সেরা সমুদ্র সৈকতের মধ্যে একটি বলে মানা হয়। এখানে রয়েছে সাদা বালি, একদিকে নীল জল আর একদিকে জঙ্গল। কখন যে সারাদিন কেটে যাবে কেউ বুঝতেই পারবেন না।

পালোলেম বিচ
  • 2/5

পালোলেম বিচ (Palolem Beach)- গোয়ায় রয়েছে এই বিচ। এর পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাকৃতিক শোভা মুগ্ধ করবেই সবাইকে। এখানে রয়েছে সাইলেন্ট ডিস্কো, যা খুব জনপ্রিয়। এখানকার সব থেকে উল্লেখযোগ্য জিনিসটি হল, যাঁরা এখানে পার্টি করতে চান, তাঁরা এখানে হেডফোন কানে লাগিয়ে যান। সেখানে পর্যটকদের থাকার জন্য এবং রংবেরঙের ছোট ছোট ঘর বানানো হয়েছে। যা দেখতে অত্যন্ত সুন্দর। 

পদুবিদ্রী বিচ
  • 3/5

পদুবিদ্রী বিচ (Padubidri Beach)- এটা কর্নাটকের উডুপি থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। একটা ছোট্ট শহর উড়ুপি। সেখানে রয়েছে এই বিচ। ইতিমধ্যেই ব্লু সার্টিফিকেট পেয়েছে। এখানে পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

Advertisement
আলেপ্পি বিচ
  • 4/5

আলেপ্পি বিচ (Alleppey Beach- এটি বেশ পুরনো বিচ। এখানকার সব থেকে বড় আকর্ষণ খেজুরের গাছ। সূর্যাস্তের সময় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। একবার গেলে বারবার ডাকবে সেই আলেপ্পি।

আগোন্ডা বিচ
  • 5/5

আগোন্ডা বিচ (Agonda Beach- এটা দক্ষিণ গোয়া একটা ছোট্ট শহরে। আগোণ্ডা বিচ ভারতের সবথেকে সুরক্ষিত, সবথেকে পরিষ্কার সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম। এখানে রয়েছে সুস্বাদু নিরামিষ খাবারের দোকান, বুটিক রিসোর্ট।

Advertisement