scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Foreigners in India : ঋষিকেশ থেকে কেরল, এই ১০ জায়গা বিদেশিদের হট ফেভারিট

Travel and Tourism top places in India liked by foreigners abk five
  • 1/11

Foreigners in India: ভারতে ঘুরতে যাওয়ার কম জায়গা নেই। তা সে পাহাড় হোক বা সমুদ্র। পর্যটকেরা যেতে পারে মরুভূমিতে, জঙ্গেল। প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। এ ব্য়াপারে কোনও সন্দেহ নেই। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান। তেমনই ভারতের বিভিন্ন আকর্ষণীয় জায়গায় হাতছানি এড়াতে পারেন না বিদেশি পর্যটকেরাও।

Travel and Tourism top places in India liked by foreigners abk one
  • 2/11

গোয়া- গোয়াকে ভারতের ফ্যান ক্যাপিটাল বলা হয়। এখানকার সমুদ্রসৈকত, অসাধারণ আবহাওয়া উপভোগ করতে কে না চাইবেন। এর সঙ্গে রয়েছে রঙ্গিন নাইটলাইফ।

Travel and Tourism top places in India liked by foreigners abk two
  • 3/11

হাম্পি- এই নগরকে খণ্ডহররের রাজধানী বলা হয়। প্রাচীন স্থাপত্য দেখতে হলে এখানে চলে আসুন।

Advertisement
Travel and Tourism top places in India liked by foreigners abk three
  • 4/11

আগরা- আগরার তাজমহলের আকর্ষণে সারা দুনিয়া থেকে ছুটে আসেন মানুষ। তাজমহলের পাশাপাশি সেখানে রয়েছে তাপ মিউজিয়াম, আকবরের মকবরা, কিনারী বাজারের মতো জায়গা।

Travel and Tourism top places in India liked by foreigners abk four
  • 5/11

পুদুচেরি- নিজের সুন্দর সৈকতের জন্য পুদুচেরির আলাদাই কদর। এখানে রয়েছে প্য়ারাডাইজ বিচ, আরোভিল বিচ, সেরিনিট বিচ এবং প্রোমোনেড বিচ। যা বারবার ডাকে বিদেশিদের।

Travel and Tourism top places in India liked by foreigners abk six
  • 6/11

গোকর্ণ- এখানে এলে আপনি সুন্দর সমুদ্রসৈকত উপভোগ করতে পারবেন। এটি রয়েছে কর্নাটকে। এটি তীর্থ শহর বলে পরিচিত।

Travel and Tourism top places in India liked by foreigners abk seven
  • 7/11

কেরল- বিদেশি পর্যটকেরা কেরলকে বড়ই কাছের মনে করেন। সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে বিদেশিরা কেরলকেই বেছে নিয়েছেন। 

Advertisement
Travel and Tourism top places in India liked by foreigners abk eight
  • 8/11

জয়পুর- ভারতের অন্যতম আকর্ষক শহরের মধ্যে অন্যতম। ইতিহাস জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। তার সঙ্গে হাত ধরাধর করে রয়েছে সংস্কৃতি।

Travel and Tourism top places in India liked by foreigners abk nine
  • 9/11

কোডাইকানাল- কোডাইকানালকে ভারতের বনের উপহার বলা হয়। এটি তামিলনাড়ুর এক অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। চারদিকে ভরা সবুজে। আর শান্তিপূর্ণ বাতাবরণ

Travel and Tourism top places in India liked by foreigners abk ten
  • 10/11

বারণসী- বারাণসী পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরের একটি। গঙ্গা নদীর ধারে গড়ে ওঠা এই শহর হিন্দুদের কাছে অন্যতম তীর্থ বলে ধরা হয়।
 

Travel and Tourism top places in India liked by foreigners abk eleven
  • 11/11

ঋষিকেশ- এই শহর সারা দুনিয়ার যোগের রাজধানী বলে পরিচিত। বিদেশিদের কাছে এই শহর অত্যন্ত প্রিয়। এখানকার আশ্রমে যোগ আর ধ্য়ান করানো হয়। আধ্যাত্মিকতা পছন্দ করেন যাঁরা, তাঁদের কাছে এর থেকে ভাল জায়গা আর হতে পারে না।

Advertisement