Foreigners in India: ভারতে ঘুরতে যাওয়ার কম জায়গা নেই। তা সে পাহাড় হোক বা সমুদ্র। পর্যটকেরা যেতে পারে মরুভূমিতে, জঙ্গেল। প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। এ ব্য়াপারে কোনও সন্দেহ নেই। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যান। তেমনই ভারতের বিভিন্ন আকর্ষণীয় জায়গায় হাতছানি এড়াতে পারেন না বিদেশি পর্যটকেরাও।
গোয়া- গোয়াকে ভারতের ফ্যান ক্যাপিটাল বলা হয়। এখানকার সমুদ্রসৈকত, অসাধারণ আবহাওয়া উপভোগ করতে কে না চাইবেন। এর সঙ্গে রয়েছে রঙ্গিন নাইটলাইফ।
আগরা- আগরার তাজমহলের আকর্ষণে সারা দুনিয়া থেকে ছুটে আসেন মানুষ। তাজমহলের পাশাপাশি সেখানে রয়েছে তাপ মিউজিয়াম, আকবরের মকবরা, কিনারী বাজারের মতো জায়গা।
পুদুচেরি- নিজের সুন্দর সৈকতের জন্য পুদুচেরির আলাদাই কদর। এখানে রয়েছে প্য়ারাডাইজ বিচ, আরোভিল বিচ, সেরিনিট বিচ এবং প্রোমোনেড বিচ। যা বারবার ডাকে বিদেশিদের।
গোকর্ণ- এখানে এলে আপনি সুন্দর সমুদ্রসৈকত উপভোগ করতে পারবেন। এটি রয়েছে কর্নাটকে। এটি তীর্থ শহর বলে পরিচিত।
কেরল- বিদেশি পর্যটকেরা কেরলকে বড়ই কাছের মনে করেন। সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে বিদেশিরা কেরলকেই বেছে নিয়েছেন।
জয়পুর- ভারতের অন্যতম আকর্ষক শহরের মধ্যে অন্যতম। ইতিহাস জড়িয়ে রয়েছে এই শহরের সঙ্গে। তার সঙ্গে হাত ধরাধর করে রয়েছে সংস্কৃতি।
কোডাইকানাল- কোডাইকানালকে ভারতের বনের উপহার বলা হয়। এটি তামিলনাড়ুর এক অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। চারদিকে ভরা সবুজে। আর শান্তিপূর্ণ বাতাবরণ
বারণসী- বারাণসী পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরের একটি। গঙ্গা নদীর ধারে গড়ে ওঠা এই শহর হিন্দুদের কাছে অন্যতম তীর্থ বলে ধরা হয়।