Advertisement
লাইফস্টাইল

Hair Care Tips: পুজোর আগেই পান ঘন ঝলমলে চুল, শুধু মাথায় রাখুন ২ টিপস

দীর্ঘ ও ঘন চুল সকলের নজর কাড়ে। পুজোর আগে যদি কেশচর্চা করতে চান, তবে জেনে নিন এই ছোট্ট টোটকা।
  • 1/9

দীর্ঘ ও ঘন চুল সকলের নজর কাড়ে। পুজোর আগে যদি কেশচর্চা করতে চান, তবে জেনে নিন এই ছোট্ট টোটকা।

কেশচর্চার টোটকা প্রয়োগ করে আপনিও হয়তো লাভবান হতে পারেন। ঝলমলে এই চুলের নেপথ্যে ৫ ধাপ বা ১০ ধাপের বাহুল্য নেই।
  • 2/9

কেশচর্চার টোটকা প্রয়োগ করে আপনিও হয়তো লাভবান হতে পারেন। ঝলমলে এই চুলের নেপথ্যে ৫ ধাপ বা ১০ ধাপের বাহুল্য নেই।

অতি সরল ও সহজ পদ্ধতিতেই নিজের চুলের যত্ন নেওয়া যায়।
  • 3/9

অতি সরল ও সহজ পদ্ধতিতেই নিজের চুলের যত্ন নেওয়া যায়।

Advertisement
তবে বাজারজাত পণ্য ব্যবহার না করাই ভাল। তাতে রাসায়নিক থাকায় সমস্যা হতে পারে চুলের। উঠে যেতে পারে। আবার রুক্ষ হয়েও যেতে পারে।
  • 4/9

তবে বাজারজাত পণ্য ব্যবহার না করাই ভাল। তাতে রাসায়নিক থাকায় সমস্যা হতে পারে চুলের। উঠে যেতে পারে। আবার রুক্ষ হয়েও যেতে পারে।

এখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে নানা জায়গায়। ফলে আর্দ্রতার মাঝে থাকতে হচ্ছে। এই সময় চুলের বিশেষ কেয়ার খুবই জরুরী।
  • 5/9

এখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে নানা জায়গায়। ফলে আর্দ্রতার মাঝে থাকতে হচ্ছে। এই সময় চুলের বিশেষ কেয়ার খুবই জরুরী।

নিজের জন্য সঠিক শ্যাম্পু বেছে নেওয়াই আসল কাজ। অতিরিক্ত আর্দ্রতাও আবার চুলের জন্য ভাল নয়।
  • 6/9

নিজের জন্য সঠিক শ্যাম্পু বেছে নেওয়াই আসল কাজ। অতিরিক্ত আর্দ্রতাও আবার চুলের জন্য ভাল নয়।

চিকিৎসকদের মতে, দামি ব্র্যান্ড নয়, বরং কোন শ্যাম্পু বা কন্ডিশনার আপনার মাথার ত্বক ও চুলের ধরন অনুযায়ী মানানসই, সেটা বুঝে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি।
  • 7/9

চিকিৎসকদের মতে, দামি ব্র্যান্ড নয়, বরং কোন শ্যাম্পু বা কন্ডিশনার আপনার মাথার ত্বক ও চুলের ধরন অনুযায়ী মানানসই, সেটা বুঝে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি।

Advertisement
নিয়মিত তেল দেওয়া, সঠিক পণ্য ব্যবহার আর সামান্য যত্নেই চুল থাকতে পারে দীর্ঘদিন স্বাস্থ্যকর ও উজ্জ্বল।
  • 8/9

নিয়মিত তেল দেওয়া, সঠিক পণ্য ব্যবহার আর সামান্য যত্নেই চুল থাকতে পারে দীর্ঘদিন স্বাস্থ্যকর ও উজ্জ্বল।

সপ্তাহে দুইবার শ্যাম্পু ও কন্ডিশনার আর নিয়মিত তেল দিলে ভাল থাকবে চুল। সহজ সমাধান মেনে চললে, পুজোর আগেই চুল হবে দারুণ সিল্কি।
  • 9/9

সপ্তাহে দুইবার শ্যাম্পু ও কন্ডিশনার আর নিয়মিত তেল দিলে ভাল থাকবে চুল। সহজ সমাধান মেনে চললে, পুজোর আগেই চুল হবে দারুণ সিল্কি।

Advertisement