scorecardresearch
 
 
লাইফস্টাইল

Vastu Tips: এই জিনিসগুলির জন্যেই আপনার অর্থনৈতিক সমস্যা হচ্ছে না তো?

Vastu Tips বাস্তু 
  • 1/10

বাস্তু (Vastu) দোষ আমাদের জীবনকে প্রভাবিত করে বিভিন্ন ভাবে। বাড়িতে রাখা প্রতিটি জিনিসের রং থেকে শুরু করে কোথায় রাখা হবে, সবটা রাখার বাস্তু নিয়ম আছে। বাস্তু শাস্ত্রে এনার্জির গুরুত্ব অনেক। প্রতিটা জিনিস কোথায় রাখা হচ্ছে তার উপর সেই বস্তুর এনার্জি নির্ভর করে। তবে শুধুমাত্র বাড়ির আসবাবপত্র কোনদিকে রাখবেন তা বলে দেওয়া বাস্তুর কাজ নয়। একটি সূচও কোনদিকে রাখবেন তা নির্ভর করে বাস্তুর ওপর। এক নজরে দেখে নিন, আপনার বাড়ির সামনের কোন জিনিসগুলি সরিয়ে ফেললে অর্থনৈতিক সমস্যা কেটে যাবে। 
 

Vastu Tips বাস্তু 
  • 2/10

অবশ্যই মাথায় রাখবেন বাড়ির মধ্যে বা আশেপাশে নোংরা জল যেন না থাকে। এটি যে শুধু দেখাতে খারাপ লাগে তা নয়, তার পাশাপাশি এটি বাস্তুশাস্ত্রের জন্যেও খারাপ। নোংরা জল নেগেটিভিটি ছড়ায়। সেই সঙ্গে বাড়ির সদস্যদের এর প্রভাবে অপমান হতে পারে। 

Vastu Tips বাস্তু 
  • 3/10

বাস্তু মতে, কাঁটাযুক্ত গাছ বাড়িতে বা বাগানে রাখা উচিত না। এটি শারীরিক সমস্যা ও আরও অন্যান্য নানা সমস্যার সৃষ্টি করে।
 

Vastu Tips বাস্তু 
  • 4/10

অনেকেই বাড়ির ঠিক বাইরেই আবর্জনা ফেলেন। কিন্তু এটা একদমই উচিত না। এর ফলে গৃহে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে পারিবারিক অশান্তিও লেগে থাকার সম্ভাবনা প্রবল। 

Vastu Tips বাস্তু 
  • 5/10

বাস্তুশাস্ত্র মতে, কোন বড় পাথর বাড়ির ঠিক বাইরে রাখবেন না। যদি আপনার বাড়ি নতুন তৈরি হয়, তাহলে কাজ হয়ে গেলে সব পাথর সরিয়ে নেওয়া উচিত। বাড়ির বাইরে পাথর রাখলে নানা রকম সমস্যা লেগেই থাকে। এমনকি এর জন্যে পরিবাদের সদস্যদের সাফল্য আসতেও নানা বাঁধা আসে। 
 

Vastu Tips বাস্তু 
  • 6/10

বাড়ির বাইরে বৈদ্যুতিন পোস্ট থাকা খুব স্বাভাবিক। কিন্তু এটা আবার বাস্তুশাস্ত্রের জন্য ক্ষতিকারক। মনে করা হয় ইলেকট্রিক তারগুলি বাঁকানো থাকলে, আপনার জীবনও বক্র হয়ে যাবে, সোজাসুজি চলবে না। 

Vastu Tips বাস্তু 
  • 7/10

বাড়ির সদর দরজার সামনে সিঁড়ি খুব বেশি উঁচু হওয়া ভাল না। এর ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের হাল খুব পরিবর্তনশীল। 

Vastu Tips বাস্তু 
  • 8/10

বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির সামনে কোনও গভীর বৃহদাকার গাছ রাখা ভাল না। এর ফলে হাওয়া যেমন আটকে যায়, সেই সঙ্গে পজিটিভ শক্তিও বাঁধা প্রাপ্ত হয়। 

Vastu Tips বাস্তু 
  • 9/10

বাড়ির সামনের দিকে মানি প্ল্যান্ট রাখা ভাল না। এটি উল্টে শত্রু ডেকে আনে এবং এর শুভ গুণগুলিও বাঁধা পায়।

Vastu Tips বাস্তু 
  • 10/10

বাস্তু বিজ্ঞান মতে যেই সমস্ত গাছ থেকে দুধ বেরোয় সেগুলি মোটেও ভাল না। তাই এই ধরণের গাছ বাড়িতে কখনই রাখবেন না।