Advertisement
লাইফস্টাইল

স্কচ আর হুইস্কির মধ্যে কী পার্থক্য? অনেক সুরাপ্রেমীই জানেন না

Scotch vs Whisky
  • 1/10

স্কচ আর হুইস্কির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। কিন্তু অনেক বড় সুরাপ্রেমীও হয়তো জানেন না সেটা। তবে জানলে অবাক হবেন নিশ্চয়ই। এ-ও কি জানতেন, বিশ্বে সবথেকে বেশি হুইস্কি উৎপাদন এবং হুইস্কি পান করা হয় ভারতেই।

Scotch vs Whisky
  • 2/10

প্রিমিয়াম সিঙ্গল মল্ট হুইস্কির জন্যও আন্তর্জাতিক খ্যাতি লাভ করছে ভারত। কিছু কিছু সিঙ্গল মল্ট হুইস্কি পুরস্কৃতও হয়েছে।

Scotch vs Whisky
  • 3/10

ব্রিটিশ শাসন কালে হুইস্কির সঙ্গে পরিচয় ঘটেছিল ভারতের। সেই থেকেই ভারতে হুইস্কি ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠল। 

Advertisement
Scotch vs Whisky
  • 4/10

একটি সিঙ্গল ডিসটিলারিতে ১০০ শতাংশ মল্টেড বার্লি থেকে সিঙ্গেল মল্ট হুইস্কি তৈরি করা হয়। ওকের তৈরি ব্যারেলে বছরের পর বছর ধরে তা পুরনো করা হয়। 

Scotch vs Whisky
  • 5/10

বেশি পুরনো হুইস্কির দামও প্রচুর। বার্লি, গম অথবা ভুট্টার মতো একাধিক গ্রেন থেকে তৈরি ডিস্টিলড স্পিরিটের সাধারণ নামই হুইস্কি। 

Scotch vs Whisky
  • 6/10

কঠোর নীতির আওতায় স্কটল্যান্ডে সিঙ্গল মল্ট অথবা ব্লেন্ডেড হুইস্কির একটি ধরন তৈরি করা হয়, সেটিকেই বলা হয় স্কচ। অনেকের কাছেই হয়তো এই গুরুত্বপূর্ণ তথ্যটি ছিল না এতদিন। 

Scotch vs Whisky
  • 7/10

সিঙ্গল ডিস্টিলারিতে ১০০ শতাংশ মল্টেড বার্লি থেকে তৈরি হয় সিঙ্গল মল্ট। যা ভারতের সুরাপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। 

Advertisement
Scotch vs Whisky
  • 8/10

স্ট্যান্ডার্ড হুইস্কির তুলনায় সিঙ্গল মল্ট সাধারণত স্বাদ এবং গন্ধের দিক থেকে আলাদা। ফলে তা সুরাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়।

Scotch vs Whisky
  • 9/10

নিট হিসেবেই সবথেকে ভাল সিঙ্গল মল্ট। অন দ্য রকসই পছন্দ করেন সুরাপ্রেমীরা। 

Scotch vs Whisky
  • 10/10

ধীরে ধীরে চুমুক দিতে হবে। তাতে স্বাদ এবং গন্ধ পাওয়া যায়। আবার কেউ কেউ এটিকে প্রিমিয়াম ককটেলের সঙ্গে উপভোগ করেন। 

Advertisement