আমাদের প্রত্যেকদিনের নানা কাজের মতো যৌনতাও একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, পুরুষ ও মহিলা নির্বিশেষে অনেকেই যৌনতা চাইছে না। কেন এমনটা দেখা যাচ্ছে? সে ব্যাপারেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষনায়।
চার লক্ষ ব্রিটিশ ও ১৩,৫০০ জন অস্ট্রেলিয়ানের উপর গবেষণা করে এই তথ্য জানা গিয়েছে। যৌন সম্পর্কে সক্রিয়দের তুলনায় একাকীত্ব, অসুখী এবং নার্ভাসনেসে আক্রান্ত মানুষরা এই সমস্যায় ভুগতে পারেন।
চিকিৎসকরা বলছেন, যৌনসম্পর্কে আগ্রহ হারানোর সবচেয়ে বড় কারণ মানসিক চাপ। কাজের ক্ষেত্রে টিকে থাকার লড়াই তো আছেই, তারই সঙ্গে যদি সংসারের টানাপোড়েন থাকে, মানসিক চাপ বাড়বেই। আর এর জেরেই যৌন সম্পর্কের ক্ষতি হয়।
ডায়াবিটিসে আক্রান্ত হলেও যৌনমিলনে অনীহা আসে। তাই এমনটা হলে রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করে নিতেও ভুলবেন না।
অনেক ক্ষেতের হৃদরোগ এর অন্যতম কারণ, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ রক্তনালিগুলিকে সঙ্কুচিত করে। শরীরে বিভিন্ন অঙ্গে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। ফলে মিলনের প্রতি আসক্তি কমে।
স্থূলতাও কিন্তু যৌনতায় অনীহা তৈরি করে। যদি শরীরে বিভিন্ন জায়গায় মেদ জমতে শুরু করে, তাহলে অবিলম্বে ডায়েট ও শরীরচর্চায় মন দিন। না হলে যৌনজীবন ক্ষতিগ্রস্ত হবে বৈকি!
কিডনির অসুখ হলে শরীরের হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলেও শারীরিক মিলনের প্রতি অনীহা আসে।
পাশাপাশি এই গবেষনায় দেখা গিয়েছে, অনেকের ক্ষেত্রেই এমন সমস্যা দেখা যাচ্ছে, যারা এমন জায়গায় থাকেন যেখানে মানুষ খুব বেশি থাকেন না। ফলে যৌনতার সুযোগ নেই।