Advertisement
লাইফস্টাইল

নেই গন্ধ-স্বাদের ক্ষমতা! করোনামুক্ত হওয়ার ৬ মাস পরেও বিরল রোগে ভুগছে নাবালিকা

  • 1/7

করোনা মহামারি গোটা বিশ্বেই ভয়ানক ভাবে ছড়িয়েছে। প্রতিদিন মৃত্যু হচ্ছে প্রচুর মানুষের। করোনার অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও সামনে এসেছে। এবার করোনার এক মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া সামনে এল। ১৪ বছরের এক নাবালিকা করোনা মুক্ত হয়ে যাওয়ার পরেও ৬ মাস ধরে কোনও স্বাদ কিংবা গন্ধ পাচ্ছে না। ছবি-Gwendalyn Kellan

  • 2/7

১৪ বছর বয়সী ওই নাবালিকার এখন জোর বিপাকে পড়েছেন। ঘ্রাণশক্তি ফিরে পাওয়ার জন্য বিভিন্ন তেলের গন্ধ শুঁকছেন তিনি। ছবি-Gwendalyn Kellan

  • 3/7

ওই নাবালিকার দাবি, সব খাবারের স্বাদ বমির মতো লাগে তাঁর। পাশাপাশি তিনি ভয়ে আছে আর কখনও কোনও কিছুর স্বাদ তিনি নিতে পারবেন না।  ছবি-Gwendalyn Kellan

Advertisement
  • 4/7

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের  মিশিগানের বাসিন্দা ওই নাবালিকা প্যারোসমিয়ায় ভুগছেন। এটি করোনার একটি পার্শ্বপ্রতিক্রিয়া। এতে গন্ধ ও স্বাদ পাওয়ার ক্ষমতা চলে যায়। ছবি-Gwendalyn Kellan

  • 5/7

ওই নাবালিকার বাবা আশঙ্কা যে তাঁর মেয়ে হয়তো এই ক্ষমতা আর ফিরে পাবে না। তিনি জানান, ডাক্তার জানিয়েছেন যদি দীর্ঘ সময় ধরে স্বাদ ও গন্ধ নেওয়ার ক্ষমতা না আসে, তাহলে তা ফিরে আসার সম্ভাবনা ক্ষীন। ছবি-গেটিইমেজেস
 

  • 6/7

চলতি বছরের জানুয়ারি মাসে কোভিড আক্রান্ত হয়েছিল ওই নাবালিকা। পেটের ব্যথা, মাথাব্যথা এবং বমি-সহ একাধিক উপসর্গ ধরা পড়েছিল তার শরীরে। তাই জন্য ২সপ্তাহের স্কুলছুটিও নিয়েছিল সে।  ছবি-গেটিইমেজেস
 

  • 7/7

যদি চিকিৎসকরা ওই নাবালিকাকে সুস্থ করতে প্রাণপন চেষ্টা চালাচ্ছেন। এই জন্য প্রতিদিন এক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করেন ওই নাবালিকা।  ছবি-গেটিইমেজেস

Advertisement