
শুধু স্ত্রী নন, শাশুড়ি এমনকী শ্যালিকার সঙ্গেও সঙ্গম করেন এক ব্যক্তি। এমনটাই জানিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। সেই সঙ্গে তাঁর দাবি, স্বামীকে এই কাজ করতে বলেছেন তিনি নিজেই।(সব ছবি প্রতীকী)

আন্তর্জাতিক সাংবাদমাধ্যম ডেইলিস্টারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি টিকটকে একটি ভিডিও পোস্ট করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ম্যাডি ব্রোকস। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি।

তখনই তিনি জানান, তাঁর মুড সবসময় ভালো থাকে না। যখন মুড ভালো থাকে না তখন স্বামীকে মায়ের (ম্যাডির মা) কাছে পাঠিয়ে দেন।

ম্যাডি আরও জানান, প্রায় এক সপ্তাহ ধরে তাঁর মায়ের সঙ্গে একসঙ্গে থেকেছেন স্বামী। তাঁদের মধ্যে একাধিকবার যৌনতা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে একদমই আপত্তি নেই ম্যাডির। তিনি জানান, আমি বাকি মহিলাদের মতো নই।
ম্যাডি আরও বলেন, বর্তমানে সপ্তাহে দু বার করে নিজের স্বামীকে মায়ের কাছে পাঠান।

তবে শুধু মা নন। নিজের বোনের কাছেও স্বামীকে পাঠিয়েছেন ম্যাডি।

তিনি আরও বলেন, মাঝেমধ্যেই আমি বোনকেও আমার স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক করতে অনুমতি দিয়েছি।

ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হতে থাকে। সাড়ে ৩ লাখের বেশি লাইক হয় ভিডিওটিতে।

অনেকেই নানারকম কমেন্ট করতে থাকেন। বিষয়টি নিয়ে দু ভাগ নেটিজেনরা।

কেউ কেউ বিষয়টি একেবারে মানতে চাইছেন না। আবার অনেকে বলছেন, এটা তাঁদের পারিবারিক ব্যক্তিগত বিষয়।