
মহিলাদের মনের খোঁজ নেওয়া খুবই কঠিন। তাঁরা নিজের মনের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখে দেন। ফাঁস করেন না। তাই অনেক পুরুষই তাঁদের সঙ্গে মেলামেশার সময় বিপদে পড়েন। তাঁরা বুঝতেই পারেন না চলছেটা কী!

পুরুষ মানুষ যদি মহিলার মনের কথা ধরতেই না পারেন, তাহলে তো বড় বিপদ। এমন পরিস্থিতিতে তিনি নিজেকে আলাদা করে নিতে পারেন। আর সেটা সয়ে ফেলা নিশ্চয়ই সম্ভব নয়।

তাই আর সময় নষ্ট না করে এমন ৫ বিষয় জেনে নিন, যেগুলি মহিলারা মুখ ফুটে বলবেন না। জেনে নিতে হবে তাঁর মনের কথা। তাহলেই প্রেমিক হিসেবে দর বাড়বে।

মহিলারা নিজের দুঃখের কথা কোনও সময়ই নিজের মুখ থেকে বলবেন না। আপনাকেই তাঁকে জিজ্ঞেস করতে হবে। তাই এবার থেকে তাঁর মুড খারাপ দেখলেই এই বিষয়টা জিজ্ঞেস করুন। দেখবেন তিনি মনের কথা বলে দেবেন।

তাঁর মনের মতো কিছু না করলেও বিপদ হতে পারে। তিনি এই বিষয়টা না বলতে পারেন। তাই তিনি যদি কথা বলা হুট করে কমিয়ে দেন, রাগ দেখান, তাহলে নিজে ভুল করেছেন কি না দেখুন।

তাঁরা নিজের শারীরিক সমস্যার কথাও অনেক সময়ই এড়িয়ে যান। এই বিষয়টা লুকিয়ে রাখতে তাঁরা ভালই জানেন। তাই নিজের নারী সঙ্গীর শরীরের খোঁজ নিতেই হবে। তাহলেই দেখবেন তিনি আপনাকে দেবেন মন।

মহিলারা বাড়ির সমস্যার কথাও সামনে আনতে চান না। বড় কোনও সমস্যা হলেও নয়। তাই মাঝেমধ্যেই তাঁর বাড়ির লোকজনের খোঁজ নিন। তাতেই খেলা ঘুরে যাবে।

অনেক ক্ষেত্রেই মহিলারা চুপ মেরে যান। কেন চুপ করেছেন বলতে চান না। আর সেটাও সমস্যার। তাই এই দিকটারও খেয়াল রাখুন। তাহলেই প্রেমিক হিসেবে আপনি তাঁর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবেন।