বাঙালির ১২ মাসে তের পার্বণ (Festivals)। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। শুধু বাঙালি নয়, গোটা দেশের হিন্দুদের জন্যে এই উৎসব অত্যন্ত শুভ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়। যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। জানুন এই অক্ষয় তৃতীয়ায় সকলকে কী শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন আপনি।
অক্ষয় তৃতীয়া ২০২৩-এর শুভেচ্ছা বার্তা
* এই অক্ষয় তৃতীয়ায় আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ অক্ষয় তৃতীয়া ২০২৩!
* এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। শুভ অক্ষয় তৃতীয়া!
* সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
* মা লক্ষ্মীর কৃপা আপনার ও আপনার পরিবারের প্রতি সর্বদা থাকুক এই কামনা করি। শুভ অক্ষয় তৃতীয়া!
* আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক...শুভ অক্ষয় তৃতীয়া!
* আজ যে কাজই শুরু করবেন তাতেই যেন সাফল্য পান, সব স্বপ্ন যেন পূর্ণ হয় আজ। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা।
* আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনাদের উপরে থাকুক। অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
* অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী আপনাকে সুখ ও সমৃদ্ধি দান করুক।
* আপনার উপর অর্থের বর্ষণ হোক সর্বদা, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে এই কামনাই করি। শুভ অক্ষয় তৃতীয়া
* এবারের অক্ষয় তৃতীয়ায় আপনি যা যা চেয়েছেন, আপনার মনের সমস্ত আশা পূর্ণ হোক।
অক্ষয় তৃতীয়া ২০২৩-র দিনক্ষণ
* আগামী ২৩ এপ্রিল (বাংলায় ৯ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে।
* ২২ এপ্রিল ঘ ৮/১৫/১১ থেকে ২৩ এপ্রিল ঘ ৮/১৭/৫৯ পর্যন্ত তৃতীয়া থাকবে।
সোনা কেনার জন্য শুভ সময়
২২ এপ্রিল সকাল ০৭.৪৯ থেকে বিকাল ০৫.৪৮ পর্যন্ত থাকবে সোনা কেনার শুভ সময়