Tulsi For Skin: মুখ হবে চকচকে, এভাবে তুলসী পাতা লাগালে দূর হবে ব্রণ, রইল টিপস 

চকচকে মুখের স্বপ্ন সকলেই দেখেন। মুখাবয়বের সৌন্দর্যে তাই অনেকেই বাড়তি যত্ন দেন। কেউ ফেশিয়াল করান, আবার কেউ কেউ মুখে নানা ধরনের প্রসাধনী মাখেন। তবে এর ফল দীর্ঘমেয়াদী হয় না। মুখ চকচকে যদি প্রাকৃতিক ভাবে করা যায়, তা হলে সবথেকে ভাল উপকার হয়। আর এজন্য দারুণ কার্যকরী তুলসী পাতা। 

Advertisement
মুখ হবে চকচকে, এভাবে তুলসী পাতা লাগালে দূর হবে ব্রণ, রইল টিপস তুলসী পাতা মুখে লাগালে উপকার হয়।
হাইলাইটস
  • আমাদের প্রায় সকলের বাড়িতেই তুলসী গাছ রয়েছে।
  • তুলসী পাতা খেলে সর্দি-কাশির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
  • তুলসী পাতা মাখলে ত্বকও ভাল হয়। 

চকচকে মুখের স্বপ্ন সকলেই দেখেন। মুখাবয়বের সৌন্দর্যে তাই অনেকেই বাড়তি যত্ন দেন। কেউ ফেশিয়াল করান, আবার কেউ কেউ মুখে নানা ধরনের প্রসাধনী মাখেন। তবে এর ফল দীর্ঘমেয়াদী হয় না। মুখ চকচকে যদি প্রাকৃতিক ভাবে করা যায়, তা হলে সবথেকে ভাল উপকার হয়। আর এজন্য দারুণ কার্যকরী তুলসী পাতা। 

আমাদের প্রায় সকলের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। বিশেষত, হিন্দু ধর্মে তুলসী গাছের আলাদা মাহাত্ম্য় রয়েছে। তুলসী পাতা আমাদের শরীরের জন্যও উপকারী। তুলসী পাতা খেলে সর্দি-কাশির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। শরীরে রোগ প্রতিরোধে নানা উপকার করে তুলসী পাতা। ঠিক তেমনই তুলসী পাতা মাখলে ত্বকও ভাল হয়। 

বিশেষজ্ঞদের মতে, তুলসীতে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, ভিটামিন সি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। যা আমাদের ত্বকের জন্য ভাল। তুলসীতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে ভাল রাখে। ত্বকের কোলাজেন তৈরিতেও বিশেষ ভূমিকা পালন করে তুলসী। 

তুলসী কীভাবে মাখলে উপকার পাবেন, জেনে নিন বিশদে...

* তুলসী পাতা ভালো করে বেটে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে হাল্কা গরম জলে ধুয়ে ফেলুন। এতে ব্রণের সমস্যা কমে যায়।

* তুলসী পাতা পিষে তাতে লেবুর রস, চিনি মিশিয়ে মুখে মালিশ করলে মৃতকোষ দূর হবে। ত্বক পরিষ্কার হবে ভাল। 

* তুলসী পাতার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মুখে লাগালে ত্বক মসৃণ হবে। 

এভাবে তুলসী পাতা লাগালে ত্বক টানটান হবে এবং বয়স হলেও চামড়া কুঁচকে যাবে না।

POST A COMMENT
Advertisement