সল্টলেট স্টেডিয়ামশনিবার মেসির আগমনের পরেই ভাঙচুর হয়েছে সল্টলেক স্টেডিয়াম। তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে দাবি করে এখনও ক্ষোভে ফুঁসছেন দর্শকেরা। অনেকেই ১০-১২ হাজার টিকিট কেটে লিওনেল মেসিকে মাঠে দেখতে এসেছিলেন। কিন্তু বহু দর্শকের দাবি তাঁরা মেসিকে দেখতেই পাননি। ফলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভাঙচুর করা হয় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন। দর্শকদের এই ক্ষোভকে অনেকেই 'স্বাভাবিক' বলে মেনেও নিচ্ছেন। কিন্তু এরইমধ্যে এমন কিছু ছবি-ভিডিও সল্টলেট স্টেডিয়াম থেকে ভাইরাল হয়েছে যা দেখে বিস্মিত ফুটবলপ্রেমীরাও।
ঘটনার দিনই দেখা গিয়েছিল, বেশ কয়েকজন দর্শক মাঠের টব-সহ ফুলগাছ নিয়ে বাড়ি রওনা দিয়েছেন। কাউকে দেখা গিয়েছে চেয়ার কাঁধে করে নিয়ে যেতে। তবে, সর্বোপরি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক কাঁধে করে নকল ঘাসের কার্পেট নিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, "১০ হাজারের টিকিট কেটে এসেছিলাম, কিন্তু মেসির মুখ দেখতে পাইনি। শুধু নেতাদের মুখ দেখতে পেয়েছি, এই নেতা-মন্ত্রীদের আমরা ১২ মাস দেখতে পাই। আমি এটা নিয়ে যাচ্ছি, আমরা এটা দিয়ে প্র্যাকটিস করব।"
কার্পেটের দাম কত?
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কার্পেটের দামের তারতম্য রয়েছে। তবে গড় ধারণা থেকে বলা যায় প্রতি স্কোয়ার ফুটের দাম রয়েছে ৪০ থেকে ৫০ টাকা। তবে আকার অনুযায়ী দাম কম বা বেশি হতে পারে। কিন্তু এটা স্পষ্ট যে কার্পেটের দামের জন্য কেউ কার্পেট নিয়ে যাবেন না। একই কথা প্রযোজ্য ফুলের টবের ক্ষেত্রেও। তাহলে কেন এমন ভাবনা?
কী বললেন মনোরোগ চিকিৎসক?
এমন ঘটনার নেপথ্যের কারণ খুঁজতে বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ডাঃ দেবাঞ্জন পানের সঙ্গে যোগাযোগ করেছিল bangla.aajtak.in। তিনি জানান, লোকজনের মধ্যে বিশেষ ঘটনা স্মরণীয় করে রাখার প্রবণতা রয়েছে। এই প্রবণতা নতুন কিছু নয়। বরং অনেক পুরনো। অনেকেই বড় কোনও ঘটনার কিছু চিহ্ন স্মারক হিসেবে রাখতে চান। সেই কারণেই এমন ঘটনা ঘটে। সাধারণ ভাবে কোনও একক ব্যক্তির ক্ষেত্রে এটি চোখে পড়ে না। কিন্তু যখন সমষ্টিগত ভাবে এই জিনিস হয়, তখন তা সকলের নজরে আসে।
চিকিৎসক জানান, "যুবভারতীতে যা হয়েছে তা আসলে আবেগের একটা বিস্ফোরণ। অনেকেই আশা নিয়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু তারপর তারা হতাশ হওয়ায় আবেগের বহিঃপ্রকাশ ঘটে। এছাড়াও, প্রতিবেশী কোনও দেশ বা রাজ্যে এমন ঘটনা ঘটলে তাও সমষ্টিগত জনতাকে এহেন কাজ করতে ইন্ধন জোগায়।"