Hilsa Recipe: ইলিশের এমন পদ আগে খাননি, খাস বরিশালি পদ, RECIPE

Hilsa Recipe: বর্ষার ভরা মরশুম। আর এই সময় বাঙালির রান্নাঘরে ইলিশ আসবে না তা হতেই পারে না। তবে এপার বাংলার চেয়েও ওপার বাংলায় ইলিশের কদর একটু বেশি।বরিশালে নাকি বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ইলিশ মাছ পাওয়া যেত।

Advertisement
ইলিশের এমন পদ আগে খাননি, খাস বরিশালি পদ, RECIPEইলিশের রেসিপি
হাইলাইটস
  • এপার বাংলার চেয়েও ওপার বাংলায় ইলিশের কদর একটু বেশি।

বর্ষার ভরা মরশুম। আর এই সময় বাঙালির রান্নাঘরে ইলিশ আসবে না তা হতেই পারে না। তবে এপার বাংলার চেয়েও ওপার বাংলায় ইলিশের কদর একটু বেশি।বরিশালে নাকি বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ইলিশ মাছ পাওয়া যেত। তাছাড়া পদ্মার ইলিশের স্বাদ কে না জানে। সেরকমই এক পদ হল বরিশালি ইলিশের রেসিপি। 

উপকরণ
ইলিশ মাছ ৬টি, কালো সর্ষে এক টেবিল চামচ, নারকেল বাটা, হলুদ সর্ষে এক টেবিল চামচ, দই, কালোজিরে, কাঁচালঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, লীল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল। 

পদ্ধতি
মাছগুলিকে হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। গরম জলে ১৫ মিনিট সর্ষের দানা ভিজিয়ে রাখতে হবে। এরপর অল্প নুন দিয়ে (হাফ চা চামচ) সর্ষে বেটে নিতে হবে। এরপর হাফ কাপ জল মিশিয়ে খোসাগুলি সরিয়ে ফেলতে হবে। দই ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরপর সর্ষে বাটা, নারকেল বাটা ও দইটা ভাল করে মিশিয়ে নিতে হবে একটি পাত্রে নিয়ে। নুন, লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। একটা পাত্র গরম করে তাতে ২ টেবিল চামচ তেল দিতে হবে। কালো জিরে ফোড়ন দিতে হবে তেলে। একটু নেড়েচেড়ে নিতে হবে। এর মধ্যে এবার ওই বাটাগুলো মিশিয়ে নাড়তে হবে। যাতে পাত্রের তলায় ধরে না যায়, দিতে হবে হাফ কাপ জলও। ওই মিশ্রণটা ফুটতে শুরু করলে নুন হলুদ মাখানো মাছগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় ১০ মিনিট রান্না করতে হবে মাঝারি আঁচে ঢাকা দিয়ে। মাঝে একবার মাছগুলিকে উল্টে দিতে হবে, যাতে দুদিকই সেদ্ধ হয়। এরপর দই-সর্ষের মিশ্রণে ঝোলটা ঘন হয়ে এলে এর মধ্যএ এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আবার পাত্রটা ঢাকা দিয়ে দিন। মিনিট তিনেক মতো রান্না করুন। এর পর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ। 
 

Advertisement

POST A COMMENT
Advertisement