Beetroot Juice Benefits For Hair : বিটের আধ কাপ রস, দ্রুত টাকে চুল গজাতে মোক্ষম প্যাক রইল

হেয়ার প্যাক তৈরি করতে প্রথমে একটি বাটি নিন এবং তাতে আধ কাপ বিটরুটের রস দিন। এরপর এতে দুই টেবিল চামচ আদার রস মেশান। চামচ দিয়ে সেটি মেশানোর পর তাতে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ফের সেটি ভাল করে মেশান, তাহলেই তৈরি হয়ে গেল আপনার বিটরুটের হেয়ার প্যাক।

Advertisement
বিটের আধ কাপ রস, দ্রুত টাকে চুল গজাতে মোক্ষম প্যাক রইলটাকের জন্য বিশেষ হেয়ার প্যাক
হাইলাইটস
  • টাকের সমস্যায় আজকাল অনেকেই ভোগেন
  • কম বয়সেও অনেকের টাক পড়ে যায়
  • জানুন নতুন এক হেয়ার প্যাক

বিটরুট একটি অত্যন্ত পরিচিত সবজি। তবে এর অনেক অন্যান্য গুণও রয়েছে। বিটরুট শুধু ত্বকই নয় চুলকেও সুন্দর, চকচকে ও মজবুত করতে সহায়ক। বিশেষত যদি কারও টাক পড়ে যায়, তাহলে অবিলম্বে বিটের হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এবার আপনাদের মন প্রশ্ন আসতেই পারে যে কীভাবে তৈরি করতে হবে এই হেয়ার প্যাক? আর কোন কোন উপাদানই বা লাগবে এই প্যাক তৈরি করতে? সেই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে এখানে।

হেয়ার প্যাকের উপাদান
বিশেষ এই হেয়ার প্যাকটি তৈরি করতে প্রয়োজন আধ কাপ বিটরুটের রস। তাছাড়া দরকার, দুই টেবিল চামচ আদার রস এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল।

কীভাবে বানাবেন?
এই হেয়ার প্যাক তৈরি করতে প্রথমে একটি বাটি নিন এবং তাতে আধ কাপ বিটরুটের রস দিন। এরপর এতে দুই টেবিল চামচ আদার রস মেশান। চামচ দিয়ে সেটি মেশানোর পর তাতে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ফের সেটি ভাল করে মেশান, তাহলেই তৈরি হয়ে গেল আপনার বিটরুটের হেয়ার প্যাক।

বাড়িতে তৈরি, এই প্যাকটি পুরো চুল এবং মাথার ত্বকে ভালভাবে লাগান। এরপর দুই মিনিট অপেক্ষা করুন। এবার হালকা করে ম্যাসাজ করুন। তারপর আধঘণ্টা অপেক্ষা করুন। ত্রিশ মিনিট পর পরিষ্কার জলে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত দু'বার  এই প্যাকটি লাগান। টাক পড়া ও চুল পড়া, দুটো সমস্যাই দূর হবে। 

আরও পড়ুনমার্গী শনি, ২০২৩-এর শুরুটা ফাটাফাটি হতে পারে ৩ রাশির


 

POST A COMMENT
Advertisement