scorecardresearch
 

F91W: যৌবনে এই সস্তার ঘড়ি পরতেন ওবামা, আপনিও কিনতে পারেন

Casio F91 -নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ার অন্যতম প্রতীক এই ঘড়ি। ক্যাসিও মূলত তাদের ক্যালকুলেটরের জন্যই পরিচিত। তবে তার পাশাপাশি ডিজিটাল ঘড়ির ক্ষেত্রেও তাদের সমান বিচরণ। 

Advertisement
ওবামার হাতে ঘড়ি। ওবামার হাতে ঘড়ি।
হাইলাইটস
  • Casio F91 -নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ার অন্যতম প্রতীক এই ঘড়ি। ক্যাসিও মূলত তাদের ক্যালকুলেটরের জন্যই পরিচিত। তবে তার পাশাপাশি ডিজিটাল ঘড়ির ক্ষেত্রেও তাদের সমান বিচরণ। 
  • অতি সাধারণ। ছোট্ট ডিজিটাল ডিসপ্লে, কালো রেজিনের স্ট্র্যাপ। আর এই অতি সামান্য ঘড়িই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত। 
  • আর তা হবে না-ই বা কেন। Casio F91 এতটাই পাতলা যে, এক ঘণ্টা পরে থাকার পর ভুলেই যাবেন যে হাতে আছে। অনেকেই ১০ বছরের বেশি সময় ধরে এই ঘড়ি ব্যবহার করছেন।

Casio F91 -নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়ার অন্যতম প্রতীক এই ঘড়ি। ক্যাসিও মূলত তাদের ক্যালকুলেটরের জন্যই পরিচিত। তবে তার পাশাপাশি ডিজিটাল ঘড়ির ক্ষেত্রেও তাদের সমান বিচরণ। 

অতি সাধারণ। ছোট্ট ডিজিটাল ডিসপ্লে, কালো রেজিনের স্ট্র্যাপ। আর এই অতি সামান্য ঘড়িই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত। 

আর তা হবে না-ই বা কেন। Casio F91 এতটাই পাতলা যে, এক ঘণ্টা পরে থাকার পর ভুলেই যাবেন যে হাতে আছে। অনেকেই ১০ বছরের বেশি সময় ধরে এই ঘড়ি ব্যবহার করছেন।

আরও পড়ুন

এই সামান্য ঘড়িই সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। বৃষ্টি তো বটেই, সাঁতার কাটলেও কোনও সমস্যা নেই ক্যাসিও-র এই ঘড়িতে। 

শুধু সময়ই নয়। তারিখ, বার, অ্যালার্ম, ঘণ্টার বিপ, স্টপওয়াচের মতো ফিচার্স পাবেন। ব্যাটারিও বহুদিন চলে।

আর সেই কারণেই যুগ যুগ ধরে বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘড়ির শিরোপা পেয়েছে এটি। 

আপনিও কিনতে পারেন

Casio F91 এমনই একটি ঘড়ি, যা ছাত্রবস্থায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও পরতেন। তাঁর অল্প বয়সের একাধিক ছবিতে হাতে ক্যাসিও-র এই ঘড়ি পরা অবস্থায় দেখা গিয়েছে। যে সময়ে তাঁর স্ত্রী মিশেল ওবামার সঙ্গে পরিচয় হয়, তখনও তিনি এই ঘড়ি পরতেন। আইনের পড়ুয়া ছিলেন তিনি। 

আবার, বিশ্বের অন্যতম ঘৃণ্য সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের হাতেও এই ঘড়ি থাকত।

উল্লেখ্য, Casio F91-এর অ্যালার্ম ফিচার কাজে লাগিয়ে টাইমবোমাও বানাত সন্ত্রাসবাদীরা। আসলে এই ঘড়ির সময়ানুবর্তিতাও দুর্দান্ত। 

শুধু তাই নয়। ক্যাসিও-র এই ঘড়ির বিভিন্ন ভার্সানও বাজারে এসেছে। স্টিল ভার্সান, গোল্ডেন, মেশ স্ট্র্যাপ ইত্যাদি নানা স্টাইলে এই ঘড়ি বিক্রি করে ক্যাসিও। আর সেগুলি বেশ ফ্যাশানেবলও বটে। বেশ রেট্রো লুক পাবেন। আর সেই কারণেই নতুন করে জনপ্রিয়তা বেড়েছে ক্যাসিও-র বিভিন্ন মডেলে ঘড়ির।

Advertisement

আজও ফ্লিপকার্ট, আমাজনের মতো অনলাইন সাইটেই Casio F91 ফাটিয়ে বিক্রি হয়। ৭০০-৯০০ টাকার আশেপাশে দাম হয়।

*উপরের প্রতিবেদনে কিছু পরিবর্তন/আপডেট করা হয়েছে।

TAGS:
Advertisement