জীবনে সফল হতে গেলে চাণক্য নীতিতে বলা বেশকিছু পরামর্শ অনুসরণ করা উচিত। অর্থশাস্ত্রে পণ্ডিত চাণক্য তাঁর বইতে জীবন সংক্রান্ত একাধিক উপদেশের কথা বলে গিয়েছেন। শুধু তাই নয়, অর্থ, সফলতা, মহিলা, চাকরি, ব্যবসা সবকিছু নিয়েই চাণক্য তাঁর নীতিশাস্ত্রে বহু উপদেশ দিয়ে গিয়েছেন।
সেরকমই চাণক্য তাঁর নীতিতে এমন কিছু মানুষের কথা বলে গিয়েছেন, যাঁরা বয়সের আগেই বুড়ো হয়ে যান। আসুন জেনে নিই চাণক্য ঠিক কাদের কথা বলেছেন।
হাঁটাচলা বেশি করেন যাঁরা
আচার্য চাণক্যর মতে, যাঁরা প্রয়োজনের তুলনায় বেশি হাঁটাচলা করেন বা সর্বদাই সফরের মধ্যে থাকেন, তাঁরা শীঘ্রই বয়স্ক হয়ে যান। চাণক্যের মতে, এমন মানুষের জীবনযাত্রা একেবারে ঠিক নয়। আচার্য চাণক্য জানিয়েছেন যে এই ধরনের মানুষ নিজেদের খাওয়া-দাওয়ার ওপর একেবারে নজর রাখেন না।
স্বাস্থ্যের দিকে নজর দেন না
অতএব আচার্য চাণক্যের কথা অনুযায়ী, এটা শিক্ষানীয় যে যাদের জীবনে দৌড়ঝাঁপ বেশি হয়ে থাকে, তাঁদের এবার সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে। কাজের পাশাপাশি এই ধরনের মানুষদের নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা খুব জরুরি।
অসুস্থ হন না যাঁরা
আবার চাণক্য সেইসব মানুষদের কথাও বলেছেন যে যাঁদের অসুখ ছুঁতেও পারে না। চাণক্যের মতে, যাঁরা প্রথম খাবার হজম হয়ে যাওয়ার পরই কিছু খায়, তাঁরা সবসময় সুস্বাস্থ্যের অধিকারী হয়। চাণক্যের মতে, আগের খাবার হজম হয়ে যাওয়ার পরই ব্যক্তির উচিত দ্বিতীয়বার খাবার খাওয়া।