scorecardresearch
 

Chest Pain Reasons: শুধু হার্ট অ্যাটাকই নয় এই ৪ কারণে হতে পারে বুকে ব্যথা

কে ব্যাথা মানে হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। হার্ট অ্যাটাক নিয়ে মানুষের ভয়ের অন্ত নেই। আর সেই ভয়ের কারণে বুকে ব্যথা হলে মনে কু-ডাকে। তবে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। আরও একাধিক কারণ থাকতে পারে।

Advertisement
হার্ট অ্যাটাকের কারণ। হার্ট অ্যাটাকের কারণ।
হাইলাইটস
  • বুকে ব্যাথা মানে হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ।
  • তবে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাকের লক্ষণ নয়।

বুকে ব্যথা শুরু হলে যে কোনও মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তখন মাথায় আসতে থাকে সাত-পাঁচ ভাবনা। কারণ বুকে ব্যাথা মানে হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ। হার্ট অ্যাটাক নিয়ে মানুষের ভয়ের অন্ত নেই। আর সেই ভয়ের কারণে বুকে ব্যথা হলে মনে কু-ডাকে। তবে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাকের লক্ষণ নয়। আরও একাধিক কারণ থাকতে পারে। যা চিকিৎসকের কাছে গেলে বা পরীক্ষা করালেই জানা যাবে। করোনা ভাইরাস অতিমারির পর এমন অনেক উপসর্গ মানুষের শরীরে দেখা দিতে শুরু করেছে যা হার্ট অ্যাটাক নয়। চলুন জেনে নিই বুকে ব্যথার পিছনে আরও কী কী কারণ থাকতে পারে-

১। শুকনো কাশি- শুষ্ক কাশির কারণে বুকের পেশীতে চাপ পড়ে। যে কারণে এই পেশীগুলো দুর্বল হয়ে পরে এবং ব্যথা হয়। কাশি তাড়াতাড়ি সেরে না গেলে ব্যথা বাড়তে পারে।

২। পালমোনারি এমবলিজম- পালমোনারি এমবলিজম এমন অবস্থা যা বুকে ব্যথার কারণ হতে পারে। এমন হার্টের সমস্যা যেখানে ফুসফুসে রক্ত ​​পরিবহণকারী ধমনীতে জমাট বাঁধা থাকে। এমন অবস্থায় ফুসফুসে রক্ত ​​ঠিকমতো পৌঁছয় না। বুকে ব্যথা শুরু হয়।

৩। ফুসফুসের সংক্রমণ- করোনা ভাইরাসের সময় অনেকের ফুসফুসে সংক্রমণ হয়েছিল। যে কারণে বুকে ব্যথা হয়েছিল।যদি ফুসফুসে অন্য কোনও ভাইরাসের আক্রমণ হয়, তাহলে বুকে ব্যথার সমস্যা হতে পারে।

৪। কোভিড নিউমোনিয়া- করোনাভাইরাস রোগীদের বুকে ব্যথার কারণে অনেকেই কোভিড নিউমোনিয়ার শিকার হতে শুরু করেন। অর্থাৎ ফুসফুসে সংক্রমণ হলে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকে। যে কারণে ফুসফুসের এয়ার ব্যাগ ফুলে যায়।তাতে বুকে ব্যথা হয়।

আরও পড়ুন- রাতে ভাত-ডাল খেলে কমে ওজন, খালি জানুন কীভাবে খাবেন

Advertisement
Advertisement