scorecardresearch
 

How to Unclog Kitchen Sink: বেসিন-সিঙ্কে জল দাঁড়িয়ে? ২ মিনিটে পাইপ ক্লিয়ার হবে, ঢেলে দিন এই মিক্সচার

How to Unclog Sink: রান্নাঘরের সিঙ্ক ও বাথরুমের বেসিনের পাইপে অনেকসময় ময়লা, খাবারের অংশ বা চুল জমে বন্ধ হয়ে যায়। জল ঠিক মতো নামতে চায় না। এর ফলে দেখতেও বাজে লাগে, দুর্গন্ধও হয়। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ 'কিচেন হ্যাক' দেওয়া হল। এগুলি কাজে লাগালেই মাত্র কয়েক মিনিটেই পাইপ ক্লিয়ার করে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু পদ্ধতি।

Advertisement
সিঙ্ক আটকে থাকলে করুন এই কাজ। সিঙ্ক আটকে থাকলে করুন এই কাজ।
হাইলাইটস
  • বেসিনের পাইপে অনেকসময় ময়লা, খাবারের অংশ বা চুল জমে বন্ধ হয়ে যায়।
  • জল ঠিক মতো নামতে চায় না।
  • এর ফলে দেখতেও বাজে লাগে, দুর্গন্ধও হয়।

How to Unclog Sink: রান্নাঘরের সিঙ্ক ও বাথরুমের বেসিনের পাইপে অনেকসময় ময়লা, খাবারের অংশ বা চুল জমে বন্ধ হয়ে যায়। জল ঠিক মতো নামতে চায় না। এর ফলে দেখতেও বাজে লাগে, দুর্গন্ধও হয়। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ 'কিচেন হ্যাক' দেওয়া হল। এগুলি কাজে লাগালেই মাত্র কয়েক মিনিটেই পাইপ ক্লিয়ার করে ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এমনই কিছু পদ্ধতি।

১. বেকিং সোডা ও ভিনিগার দিয়ে পাইপ পরিষ্কার

প্রাকৃতিক উপায়ে সাফ করতে হলে, বেকিং সোডা ও ভিনিগার চমৎকার কাজ করে।

  • প্রথমে বেসিন বা সিঙ্কের পাইপে ১ কাপ বেকিং সোডা ঢালুন।
  • এরপর তার ওপর ১ কাপ ভিনেগার ঢালুন।
  • মিশ্রণটি পাইপের ভেতরে কিছুক্ষণ ফেনা তুলবে। এতে জমে থাকা ময়লা নরম হয়ে যাবে।
  • ১৫-২০ মিনিট পর হালকা গরম জল ঢেলে দিন। প্লাস্টিক বা রাবারের পাইপ হলে বেশি গরম জল দেবেন না।

২. গরম জল ও নুন দিয়ে 

পাইপের ছোটখাটো ক্লগের ক্ষেত্রে, ১ কাপ নুন পাইপে ঢালুন। এরপর ধীরে ধীরে ফুটন্ত গরম জল ঢালুন। নুন গরম জল জমে থাকা ময়লা দ্রুত সরিয়ে ফেলবে।

আরও পড়ুন

৩. প্লাম্বার’স স্নেক বা ড্রেন ক্লিনার 

বাজারে হার্ডওয়্যারের দোকানে ড্রেন ক্লিনার বা 'প্লাম্বার’স স্নেক' কিনতে পাওয়া যায়। এগুলি দারুণ কাজ করে। পাইপের ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে দিন, ময়লা বা চুল সহজেই উঠে আসবে। এরপর গরম জল ঢেলে দিন।

৪. লেবুর রস ও বেকিং সোডা

  • পাইপে ১/২ কাপ বেকিং সোডা এবং ১ কাপ লেবুর রস ঢালুন।
  • ফেনা ওঠা পর্যন্ত অপেক্ষা করুন এবং এরপর গরম জল ঢালুন।
    এটি শুধু পাইপ পরিষ্কারই করবে না, সঙ্গে দুর্গন্ধও দূর করবে।

৫. প্লাস্টিক হ্যাঙ্গারের টোটকা!

পুরোনো প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করে ময়লা তুলতে পারেন। হ্যাঙ্গারের একটি অংশ কেটে সেটা চেপে বেসিন বা সিঙ্কের গর্তে ঢুকিয়ে খোঁচান। ময়লা ক্লিয়ার হয়ে যাবে।

Advertisement

বোনাস টিপস

  • বেসিনে বা সিঙ্কে খাবারের বড় টুকরো বা চুল জমতে দেবেন না।
  • মাসে একবার পাইপে বেকিং সোডা ও গরম জল দিয়ে পরিষ্কার করুন।
  • নিয়মিত ড্রেন কভার ব্যবহার করুন। এতে ময়লা পাইপে ঢুকবে না।

শুধুমাত্র এটুকু মাথায় রাখলেই মাত্র কয়েক মিনিটে আপনার রান্নাঘরের সিঙ্ক ও বাথরুমের বেসিনের পাইপ ক্লিয়ার রাখতে পারবেন। সমস্যা হওয়ার আগে থেকেই এগুলি করুন। বেসিন পরিষ্কার করার সময় পাইপটাও সাফ করে নেবেন। তাতে পরে ঝামেলা কম হবে। 

Advertisement