scorecardresearch
 

Hair Problem Solution: টাকে চুল গজাতে পারে, রান্নাঘরের এই সহজলভ্য জিনিস মালিশ করেই দেখুন

ঘন কালো চুল যে কারও ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়। সৌন্দর্যের অন্যতম অঙ্গ এটি। আর সেই মাথার চুলের স্বাস্থ্যই যদি না ভাল হয়, তা হলে অনেকেই মুষড়ে পড়েন। আপনার কি চুল পড়ার সমস্যা রয়েছে? নাকি টাক রয়েছে? তা হলে মুশকিল আসান হাতের নাগালের মধ্যেই রয়েছে। 

Advertisement
প্রতীকী চিত্র। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন।
  • ঘন কালো চুল যে কারও ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়।
  • অনেকেরই অল্প বয়সে টাক পড়ে যায়। 

চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। চুলের যত্নআত্তির জন্য কত কী-ই না করেন সকলে। কেউ বাজারে নানা শ্যাম্পু, তেল, কন্ডিশনার ব্যবহার করেন। আবার কেউ নানা ধরনের ঘরোয়া প্যাক লাগান। কিন্তু তার পরেও চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই মেলে না। অনেকেরই অল্প বয়সে টাক পড়ে যায়। 

ঘন কালো চুল যে কারও ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়। সৌন্দর্যের অন্যতম অঙ্গ এটি। আর সেই মাথার চুলের স্বাস্থ্যই যদি না ভাল হয়, তা হলে অনেকেই মুষড়ে পড়েন। আপনার কি চুল পড়ার সমস্যা রয়েছে? নাকি টাক রয়েছে? তা হলে মুশকিল আসান হাতের নাগালের মধ্যেই রয়েছে। 

এক চামচ ঘি-ই এই সমস্যার সমাধান করতে পারবে। ঘিয়ের গুণাবলী অনেক। খাদ্যগুণ রয়েছে প্রচুর। ঘিয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। যা ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে। রোজ গরম ভাতের সঙ্গে ১ চামচ ঘি খেলেও উপকার মিলবে। শীতকালে যাঁরা শুষ্ক ত্বক নিয়ে চিন্তায় পড়েন, তাঁদের জন্য ঘি একটা মহৌষধই বটে। ঘি লাগালেই ত্বকে জেল্লা ফিরবে। হাড়হিম ঠান্ডাতেও সতেজ থাকবে ত্বক। টানটান থাকবে চামড়া। আর এই ঘিয়ের কামালেই চুলের স্বাস্থ্য ফিরবে। নতুন চুল গজাতে সাহায্য করে ঘি। 

আরও পড়ুন

যাঁরা টাক এবং চুল পড়ার সমস্যায় ভুগছেন, তাঁরা যদি সপ্তাহে এক বার ঘি ম্যাসাজ করেন মাথায়, তা হলে নতুন চুল গজাবে। এ জন্য ঘিয়ের সঙ্গে অল্প পরিমাণে নারকেল তেল মেশাতে হবে। তার পরেই সেই মিশ্রণটি মাথায় লাগাতে হবে। দেখবেন, ধীরে ধীরে চুল গজাচ্ছে মাথায়। 

ত্বকের জন্যও খুব উপকারী ঘি। বিশেষত, এই শীতে শুষ্ক ত্বকের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁরা যদি ঘি মাখেন, খুবই উপকার পাবেন। 

Advertisement

ঘি থেকে কী ভাবে উপকার পাবেন ত্বকের?

 * বেসন, হলুদের সঙ্গে ঘি মিশিয়ে ফেসপ্যাক বানান। সপ্তাহে এক দিন এই ফেসপ্যাক মুখে লাগান। ফেসপ্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন। দেখবেন জেল্লা ফিরবে ত্বকে। 

* বিশেষ করে শীতকালে ময়শ্চারাইজার লাগে মুখে। ময়শ্চারাইজার হিসাবে মুখে ঘি লাগান। এ জন্য কম আঁচে ঘি গরম করে নিন। তার পরে, তাতে অ্য়ালোভেরা জেল মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রাখুন। ১৫ মিনিট পর ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। * অনেকেরই হাতের ত্বক শুষ্ক হয়। নানা ধরনের হ্যান্ড ক্রিম মাখেন, অথচ সমস্যা মিটছে না? তা হলে ঘি লাগান। নারকেল তেল বা আমন্ড তেলের সঙ্গে ঘি মিশিয়ে মাখুন। দেখবেন, হাতের চামড়া নরম হবে।

 * শীতকালে অনেকেই ঠোঁটফাটার সমস্যায় ভোগেন। ঘি, মধু এবং চিনি মিশিয়ে যদি ঠোঁটে লাগিয়ে মালিশ করেন, তা হলে উপকার পাবেন। ঠোঁটে গোলাপি আভা ফেরাবে। 
 

TAGS:
Advertisement