ডায়াবেটিস নিঃসন্দেহে একটি নীরব ঘাতক। ভারতের মতো দেশে এই রোগ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং শহুরে জনসংখ্যার মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে কিছু স্পষ্ট লক্ষণ না দিলেও, ত্বকে কিছু পরিবর্তনের মাধ্যমে শরীর এই বিপদের সংকেত দিতে শুরু করে।
চলুন দেখে নিই ত্বকের কোন লক্ষণগুলি ডায়াবেটিসের পূর্বাভাস হতে পারে:
শুষ্ক ও চুলকানিযুক্ত ত্বক
রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনি অতিরিক্ত গ্লুকোজ বের করে দেওয়ার জন্য অতিরিক্ত কাজ করতে থাকে। ফলে শরীরে পানিশূন্যতা তৈরি হয় এবং ত্বক হয়ে পড়ে শুষ্ক ও চুলকানিযুক্ত।
ক্ষত সারতে দেরি হওয়া
ডায়াবেটিসে রক্ত চলাচল কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়, যার ফলে সামান্য কাটা বা ক্ষতও ধীরে সারতে থাকে বা আরও খারাপ হতে পারে।
ঘন ঘন ত্বকে সংক্রমণ
ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় রক্তে গ্লুকোজ মাত্রা বেশি থাকলে। অ্যাথলিটস ফুট, ইস্ট ইনফেকশন বা ত্বকে লাল ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে।
ত্বকে গাঢ়, মখমলের মতো দাগ
ঘাড়, বগল বা কুঁচকির মতো অংশে এমন দাগ দেখা গেলে তা ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ ২ ডায়াবেটিসের লক্ষণ হতে পারে।
লাল ও ফোলা ত্বক
ডায়াবেটিসের প্রভাবে শরীরে প্রদাহ দেখা দিতে পারে, যার ফলে ত্বকে লালচে ভাব, জ্বালাভাব বা হালকা ফোলাভাব অনুভূত হয়।