Hair Oil Effects: চুলে তেল মাখলে মাথা ভর্তি ব্রণ হয়? জানুন সত্যিটা

অনেকেই মনে করেন নিয়মিত তেল মাখার কারণে ঘনিয়ে আসতে পারে বিপদ। ব্রণ বা স্কাল্পের তৈলাক্ত ভাবের সমস্যা বাড়তে পারে? সেই আশঙ্কায় অনেকেই আর এখন চুলে তেল মাখতে চান না।

Advertisement
চুলে তেল মাখলে মাথা ভর্তি ব্রণ হয়? জানুন সত্যিটাপ্রতীকী ছবি
হাইলাইটস
  • নিয়মিত তেল মাখার কারণে ঘনিয়ে আসতে পারে বিপদ
  • ব্রণ বা স্কাল্পের তৈলাক্ত ভাবের সমস্যা বাড়তে পারে
  • আশঙ্কায় অনেকেই আর এখন চুলে তেল মাখতে চান না

দশকের পর দশক ধরে চুলে তেল দেওয়া ভারতীয় নারীদের রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ। মা-ঠাকুরমারা চুল তেল লাগিয়ে পরিচর্যা করিয়ে দিতেন। যা চুলকে গোড়া থেকে মজবুত এবং উজ্জ্বল করত। তবে ইদানিং কালে এই অভ্যাসটি প্রায় লুপ্ত হতে বসেছে। অনেকেই কারণ হিসেবে দেখান, ব্রণ বা স্কাল্পের তৈলাক্ত ভাবের সমস্যা। তবে সত্যিটা এতটাও সরল নয়। 

‘তেল মানেই ব্রণ।' এই ধারণা কতটা সত্য, তা বোঝার জন্য ইন্ডিয়া টুডে কথা বলেছিল ডা: বৈশালী গোদের সঙ্গে। তিনি ম্যারিকো লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্যারাশুট অ্যাডভান্সডের হেয়ার এক্সপার্ট। তিনি বলেন, 'আপনি কীভাবে এবং কোন তেল ব্যবহার করছেন, সেটাই মূল ব্যাপার।' তাঁর ব্যাখ্যা, 'সবচেয়ে বড় ভুল ধারণা হল, যে কোনও তেলই ত্বকের রোমছিদ্র বন্ধ রে দেয়। আসলে ব্যাপারটা তেমন নয়। তেলের গঠন এবং ব্যবহারের পদ্ধতিও আসল পার্থক্য গড়ে তোলে।' তাঁর মতে, নারকেল-ভিত্তিক হেয়ার অয়েল বিশেষভাবে কার্যকর, কারণ এর গঠন চুলের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে। 

ডা: বৈশালী গোদে বলেন, 'বেশিরভাগ তেল চুলের উপর একটা তৈলাক্ত স্তর তৈরি করে যা ধুলো-ময়লা আকর্ষণ করে। কিন্তু নারকেল তেল আসলে চুলের ভিতরের স্তর পর্যন্ত প্রবেশ করে ভিতর থেকে শক্তিশালী করে।' ফলে নারকেল তেল দিয়ে মাথায় মালিশ করলে শুধু পুষ্টিই মেলে না, একটি স্কাল্প থেরাপিও হয়। এমনটাই জানাচ্ছেন ডাক্তার। 

চুলে তেল দিলেও ব্রণ এড়িয়ে চলতে গেলে কী কী করতে হয়?
> পরিষ্কার স্কাল্পে তেল দিন
> সঠিক তেল বেছে নিন
> আলতো ভাবে মালিশ করুন
> শ্যাম্পু দিয়ে পুরোপুরি পরিষ্কার করুন

চুলকে অতিরিক্ত সময় ধরে তেলযুক্ত রাখলে ময়লা জমে এবং খুশকি হতে পারে। জোরে মালিশ করলে চুলের গোড়ার ক্ষতি হতে পারে এবং চুল পড়ে যেতে পারে। ভেজা বা শুকনো—যে কোনও চুলে তেল লাগানো যেতে পারে, তবে তেল মালিশ করার পর চুল আঁচড়াতে হলে সতর্ক থাকতে হবে, কারণ তখন চুল নরম থাকে এবং সহজে ছিঁড়ে যেতে পারে। চুলে তেল মাখলে যে সব সময়েই উপকার মিলবে, এমনটা নাও হতে পারে। বরং নিয়মিত তেল মাখার কারণে কখনও কখনও ঘনিয়ে আসতে পারে বড় বিপদ। এমনকী চুলের বারোটা বাজতেও সময় লাগবে না। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement