Durga Puja 2022: দাদা বৌদি-ডি বাপি-আর্সালান-আমিনিয়া-অউধ... রইল ৮ রেস্তোরাঁর বিরিয়ানির দাম-হদিশ

Durga Puja 2022: উত্তর থেকে শুরু করে দক্ষিণ কলকাতায় দাপট রয়েছে একাধিক বিরিয়ানি দোকানের। শহরের জনপ্রিয় বিরিয়ানি কোনটা, এই নিয়ে দ্বিধা বিভক্ত থাকেন সকলে। কেউ ভালোবাসেন দাদা বৌদির মাটন বিরিয়ানি, কারোর বা পছন্দ দি বাপি। অন্যদিকে আর্সানাল, আমিনিয়া, কাবুলিওয়ালা বিরিয়ানিও কিন্তু লড়াইয়ে পিছিয়ে নেই।

Advertisement
দাদা বৌদি-ডি বাপি-আর্সালান-আমিনিয়া-অউধ... রইল ৮ রেস্তোরাঁর বিরিয়ানির দাম-হদিশবিরিয়ানি। প্রতীকী ছবি
হাইলাইটস
  • দাদা বৌদি-ডি বাপি-আর্সালান-আমিনিয়া-অউধ
  • রইল ৮ রেস্তোরাঁর বিরিয়ানির দাম-হদিশ
  • জানুন বিস্তারিত তথ্য

Durga Puja 2022: পুজোয় বাকি আর মাত্র কটা দিন। ঢাকে কাঠি পড়ার অপেক্ষায় রয়েছেন সকলে। পুজোর ৫টা দিন জমিয়ে চলে আড্ডা সঙ্গে খানাপিনা(Durga Puja 2022)। মণ্ডপে মণ্ডপে ঘোরা থেকে শুরু করে জমিয়ে খাওয়া দাওয়া। পুজোর (Durga Puja 2022) এই কটা দিন বাড়িতে খেতে মন চায় না অনেকের। বাইরের রেষ্টুরেন্টে খাওয়ার এই সময়ে চল বেড়ে যায় অনেকটাই। বিরিয়ানি প্রেমীদের জন্য এই সময়টা একেবারে সোনায় সোহাগা বলাই যায়। সারাদিন মণ্ডপে ঘুরে ঘুরে শেষ বিরিয়ানি খেতে ভালোবাসেন অনেকেই। 

সেরা বিরিয়ানি

কিন্তু উত্তর থেকে শুরু করে দক্ষিণ কলকাতায় দাপট রয়েছে একাধিক বিরিয়ানি দোকানের। শহরের জনপ্রিয় বিরিয়ানি কোনটা, এই নিয়ে দ্বিধা বিভক্ত থাকেন সকলে। কেউ ভালোবাসেন দাদা বৌদির মাটন বিরিয়ানি, কারোর বা পছন্দ ডি বাপি। অন্যদিকে আর্সালান, আমিনিয়া, কাবুলিওয়ালা বিরিয়ানিও কিন্তু লড়াইয়ে পিছিয়ে নেই। এক নজরে দেখে নিন শহরের বিখ্যাত ৮ টি বিরিয়ানির রেষ্টুরেন্ট। সেই সঙ্গে জানুন এই রেস্তোরাঁগুলির বিরিয়ানির দাম কেমন। তবে এই দামের তথ্য কেবল মাত্র অনলাইন ফুড অ্যাপ থেকে নেওয়া হয়েছে। স্থানভেদে এই দামের পার্থক্য কিছুটা হয়তো আসতে পারে।

দাদা বৌদি বিরিয়ানি (Dada Boudi Biryani)- মাটন বিরিয়ানি ২৭০ টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি ৪৫০ টাকা, চিকেন বিরিয়ানি ২০০ টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি ৩৩৫ টাকা।

ডি বাপি বিরিয়ানি (D Bapi Biryani)- চিকেন বিরিয়ানি ২৩০ টাকা, মাটন বিরিয়ানি ৩০০ টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি ৫১৫ টাকা, মাটন কষা ২৮০ টাকা। 

অউধ বিরিয়ানি (Oudh 1590)- চিকেন হান্ডি বিরিয়ানি ৪২০ টাকা, মাটন বিরিয়ানি ৩৭৫ টাকা, ভেজ বিরিয়ানি ২৩৫ টাকা, আউধ স্পেশাল বিরিয়ানি ৫২৫ টাকা। 

আর্সালান (Arsalan Restaurants)- মাটন বিরিয়ানি ৩৪৫ টাকা, মাটন স্পেশাল বিরিয়ানি ৪৯০ টাকা, চিকেন বিরিয়ানি ৩৪০ টাকা, চিকেন স্পেশাল বিরিয়ানি ৪৯০ টাকা, এগ বিরিয়ানি ২৩৫ টাকা, 

আমিনিয়া (Aminia)- মাটন বিরিয়ানি ২৮০ টাকা, চিকেন বিরিয়ানি ২৬০ টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি ৪০০ টাকা এবং স্পেশাল চিকেন বিরিয়ানি ৩৭৫। চিকেন চাপ ২৩০ টাকা এবং মাটন চাপ ২৪০ টাকা। 

Advertisement

কাবুলিওয়ালা (Kabuliwala)- মাটন বিরিয়ানি ৩৬০ টাকা, চিকেন বিরিয়ানি ৩০০ টাকা, মাটন কিমা বিরিয়ানি ৩৬০ টাকা, মুর্গ টিক্কা বিরিয়ানি ৩৪০ টাকা, চিকেন লেগ পিস বিরিয়ানি ৩২০ টাকা, রোজানা মাটন বিরিয়ানি ৫০০ টাকা। 

Royal Indian Restaurant- রয়্যাল মাটন বিরিয়ানি ২৭০ টাকা, রয়্যাল মাটন স্পেশাল বিরিয়ানি ৩৯০ টাকা, রয়্যাল চিকেন বিরিয়ানি ২৬০ টাকা, রয়্যাল চিকেন স্পেশাল বিরিয়ানি ৩৮০ টাকা।

India Restaurant- চিকেন বিরিয়ানি ২২০, মাটন বিরিয়ানি ২২০, চিকেন স্পেশাল বিরিয়ানি-৩৪০, মাটন স্পেশাল বিরিয়ানি-৩৪০, এগ বিরিয়ানি- ১৯০।

POST A COMMENT
Advertisement