scorecardresearch
 

বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন কুকিজ , রইল রেসিপি

রোজ একঘেয়ে বিস্কুটের পরিবর্তে ইচ্ছে করে একটু ভিন্ন কিছু খেতে। এমনকি বাড়িতে অতিথি আসলেও চায়ের সঙ্গে 'টা' প্রয়োজন। তাই বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন কুকিজ (Cookies)। রইল সহজ রেসিপি।

Advertisement
বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন কুকিজ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন কুকিজ
হাইলাইটস
  • একঘেয়ে বিস্কুটের পরিবর্তে অনেকেই পছন্দ ভিন্ন কিছু খাবার।
  • খুব সহজেই বানিয়ে ফেলুন কুকিজ।
  • বন্ধু-বান্ধবদের বাড়িতেও নিয়ে যেতে পারেন এটি।

রোজ একঘেয়ে বিস্কুটের পরিবর্তে ইচ্ছে করে একটু ভিন্ন কিছু খেতে। এমনকি বাড়িতে অতিথি আসলেও চায়ের সঙ্গেও 'টা' প্রয়োজন। তাই বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলুন কুকিজ (Cookies)। রইল সহজ রেসিপি।


উপকরণ :

* ময়দা - ৩ কাপ
* মাখন (গলানো) - ১ কাপ 
* চিনি - ১ কাপ
* ডিম - ২ টো
* লবণ - স্বাদ মতো 
* বেকিং সোডা - ১/২ চা চামচ * ভ্যানিলা এসেন্স - ১ চা চামচ
* কাচু ও পেস্তা - কুঁচো করা

বাড়িতেই বানিয়ে ফেলুন কুকিজ

প্রণালী :

* প্রথমে ময়দার চেলে তার  সঙ্গে পরিমাণ মতো নুন মিশিয়ে নিন।

* এবার ময়দার সঙ্গে গলানো মাখন ও চিনি খুব ভাল করে মিশিয়ে নিন।

* এবার এই মিশ্রণে ভ্যানিলা এসেন্স দিয়ে আর ভাল করে মিশিয়ে নিন।

* ময়দা মিহি করে মেখে দু'ভাগে ভাগ করুন। পাতলা কাপড় দিয়ে জড়িয়ে সেটি এক ঘন্টা ফ্রিজে রেখে দিন।

* এক ঘন্টা পর মাখা ময়দা থেকে ফ্রিজ থেকে বের করে ছোট ছোট লেচি কেটে প্রায় ১ সেমি পুরু করে বেলে নিন।

* এবার পছন্দ মতো আকারের কুকি কাটার দিয়ে কেটে কুকির আকার দিন। চাইলে হাত দিয়েও শেপ করে নিতে পারেন।

* কাজু বাদাম, পেস্তার কুঁচি কুকিগুলির ওপর সাজিয়ে দিন।

বাড়িতেই বালিয়ে ফেলুন কুকিজ

* এই বাদামগুলি ছাড়াও ইচ্ছে হলে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটও দিতে পারেন

Advertisement

* এমনকি আপনার পছন্দ মতো জেলি, চকলেট চিপসও দিতে পারেন।

* কুকি গুলিকে একটি বেকিং শিটের উপর সারি করে একটু দূরে দূরে সাজিয়ে ফ্রিজে রেখে দিন ১৫ মিনিট। এর ফলে        আপনার কুকির আকার ঠিক থাকবে এবং চারদিকে ছড়িয়ে পরবে না।

* মাইক্রোভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি হিট করে নিন।

* প্রি হিট করা ওভেনে ঠাণ্ডা কুকিগুললি দিয়ে বেক করুন ৮-১০ মিনিট (কুকির সাইজের ওপর নির্ভর করে কম বেশি সময় লাগতে পারে)।

* কুকির সাইডগুলি বাদামী হয়ে এলে কুকি ওভেন থেকে বের করে ফেলুন।

* এবার ওভেন থেকে বের করে বেকিং শিটেই কুকিগুলি ঠাণ্ডা করুন।

* খাওয়ার জন্যে তৈরি আপনার বাড়িতে বানানো কুকিজ। 

বাড়িতেই বালিয়ে ফেলুন কুকিজ

* ঠাণ্ডা হয়ে গেলে কোনও এয়ার টাইট কৌটোতে ভরে রাখতে পারেন। 

* বিকেলের চায়ের সঙ্গে কিংবা হালকা খিদে পেলে আপনি খেতে পারবেন ঘরে তৈরি স্বাস্থ্যকর কুকিজ।

* বন্ধু-বান্ধবদের বাড়িতেও নিয়ে যেতে পারেন আপনার হাতে তৈরি কুকিজ। 

Advertisement