scorecardresearch
 

Snowfall At Sandakphu: দার্জিলিংয়ের সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত, উচ্ছ্বাস পর্যটকদের

Snowfall At Sandakphu: সাদা তুষারের গুঁড়োয় ছেয়ে গিয়েছে বাড়ির মাথায় ছাউনি থেকে শুরু করে গাছের পাতা এবং রাস্তাঘাট ৷ পর্যটকদের জন্য খুশির খবর! বৃহস্পতিবার ২১ নভেম্বর এই অসময়েই তুষারপাত শুরু হল সান্দাকফুতে ৷ মরশুমের প্রথম এই অপ্রত্যাশিত তুষারপাত সেখানে থাকা পর্যটকদের কাছে বাড়তি পাওনা ৷

Advertisement
দার্জিলিংয়ের সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত, উচ্ছ্বাস পর্যটকদের- প্রতীকী ছবি দার্জিলিংয়ের সান্দাকফুতে মরশুমের প্রথম তুষারপাত, উচ্ছ্বাস পর্যটকদের- প্রতীকী ছবি

Snowfall At Sandakphu: এবার শীতের শুরু থেকেই গোটা পাহাড়ে বেশ ঠান্ডার আমেজ ৷ লাগেয়াা সমতলেও কালীপুজোর পর থেকে ঠান্ডা সিকিমে বেশ জাঁকিয়ে শীত পড়েছে ৷ আর তাপমাত্রার পারদ নামতেই সাদা বরফে মুখ ঢাকল পর্যটকদের জনপ্রিয় সান্দাকফু ৷ এদিকে শীতর মরশুমে হাউজফুল শৈলরানি দার্জিলিং ৷ পাহাড়ের সমস্ত হোটেল ও হোমস্টেগুলির বেশিরভাগই বুকিং হয়ে গিয়েছে।

সিকিমে কয়েকবার তুষারপাত হয়ে গিয়েছে। এ রাজ্যের পাহাড়ে তুষারপাতের অপেক্ষায় ছিল আমজনতা। বৃহস্পতিবার সেই আক্ষেপ ঘুচিয়ে দিল দার্জিলিং পাহাড়। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ মরশুমের প্রথম তুষারে ঢাকল। আকাশ থেকে ঝিরিঝিরি নেমে আসল বরফের কুচি।

দার্জিলিং

সাদা তুষারের গুঁড়োয় ছেয়ে গিয়েছে বাড়ির মাথায় ছাউনি থেকে শুরু করে গাছের পাতা এবং রাস্তাঘাট ৷ পর্যটকদের জন্য খুশির খবর! বৃহস্পতিবার ২১ নভেম্বর এই অসময়েই তুষারপাত শুরু হল সান্দাকফুতে ৷ মরশুমের প্রথম এই অপ্রত্যাশিত তুষারপাত সেখানে থাকা পর্যটকদের কাছে বাড়তি পাওনা ৷

আরও পড়ুন

বৃহস্পতিবার ১১ হাজার ৯২৯ ফুট উচ্চতায় অবস্থিত সান্দাকফুতে বৃহস্পতিবার দুপুর থেকে অপ্রত্যাশিত তুষারপাত শুরু হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর আড়াইটে নাগাদ তুষারপাত শুরু হয় ৷ কিছুক্ষণের মধ্যেই সাদা চাদরে ঢেকে যায় এলাকা৷ নভেম্বরের শেষ দিকে এমন তুষারপাতের ফলে পর্যটকরা পাহাড়মুখী হবে বলে আশাবাদী পর্যটনমহল ৷ 

তুষারপাত

অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত হয়েছে। কিন্তু দার্জিলিঙে ডিসেম্বরের আগে বরফ আশা করেননি সেখানকার বাসিন্দারাও। গত বছর দার্জিলিঙে মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। এ বার ২১ নভেম্বরেই তুষারে মুখ ঢাকল সান্দাকফু। সেখানকার পর্যটকেরা বৃহস্পতিবার দুপুরে বরফের সৌন্দর্য উপভোগ করেছেন। তুষারপাত চলাকালীন রাস্তায় বেরিয়ে বরফের উপরেই হাঁটাচলা করতে দেখা গিয়েছে তাঁদের।
 

Advertisement

Advertisement