Happy Bhaiphota 2025 Wishes: আদরের ভাই- বোনকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাতে পাঠান এসব মেসেজ

Bhaiphota 2025 Messages: ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন।

Advertisement
আদরের ভাই- বোনকে ভাইফোঁটার শুভেচ্ছা জানাতে পাঠান এসব মেসেজ ভাইফোঁটা ২০২৫

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা (Bhaiphonta)। এটি ভাই-বোনের (Brothers And Sisters) অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন।

ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে চন্দন-কাজল- দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে, তাদের মঙ্গল কামনা করেন। এই ভ্রাতৃদ্বিতীয়ার (Bhatri Dwitiya) শুভ দিনে সকলকে শুভেচ্ছা পাঠান। জানুন কী মেসেজ (Bhaiphota Message) পাঠাতে পারেন আপনি

 

Happy Bhaiphota 2025

ভ্রাতৃদ্বিতীয়া ২০২৫ -র শুভেচ্ছাবার্তা (Bhaiphota 2025 Wishes) 

* আমাদের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাসের বন্ধন প্রতি বছর আরও দৃঢ় হোক। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

* এই ভ্রাতৃদ্বিতীয়ায়, আমি তোমার স্বাস্থ্য এবং অফুরান আনন্দের প্রার্থনা করি।

* জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা যেন একে অপরের সঙ্গে থাকতে পারি, শুভ ভাইফোঁটা।

* আমাদের স্নেহের বন্ধন সর্বদা অটুট থাকুক।

* বন্ধন হোক মানবিকতার, অটুট থাকুক ঐক্য। শুভ ভ্রাতৃ দ্বিতীয়া! 

 

Happy Bhaiphota 2025

* ভাই- বোনের সম্পর্ক হয়ে উঠুক অটুট, অপূর্ব ও অমর... এই কামনা করে সকলকে জানাই শুভ ভ্রাতৃদ্বিতীয়া!   

* এই শুভ তিথিতে তোর হাতে পরাবো চির বন্ধনের রাখি। শুভ ভাইফোঁটা! 

* ভ্রাতৃদ্বিতীয়ার অনেক শুভেচ্ছা, আদর ও ভালোবাসা। 

* তুই আমার চিরকালের রক্ষক এবং পথপ্রদর্শক। শুভ ভাইফোঁটা!

* এই ফোঁটা তোমাকে শান্তি, সমৃদ্ধি এবং সাফল্য এনে দিক।

* মন জুড়ে থাকলে দূরত্ব কোনও ব্যাপার না। শুভ ভাইফোঁটা!

* আকাশের তারার মতো উজ্জ্বল হোক তোমার জীবন, খুশিতে ভরে থাকুক তোমার মন। ভাইফোঁটার পবিত্রক্ষণে ভাইয়ের তরফ থেকে তার বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। 

* তুমি আমার জীবনে সুখ এবং স্নেহে ভরিয়েছো। ভাইফোঁটার শুভেচ্ছা! 

 

Happy Bhaiphota 2025 wishes

* এই ভাইফোঁটায় তোমার সুখ, সমৃদ্ধি কামনা করি। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

Advertisement

* জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার বোন হোক সফল। এটাই প্রার্থনা ভগবানের কাছে। শুভ ভ্রাতৃদ্বিতীয়া ২০২৫!  

* আমার মিষ্টি বোনকে জানাই ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা... 

* এই ভ্রাতৃদ্বিতীয়া আরও মজবুত করে তুলবে ভাই-বোনের ভালোবাসার বন্ধন। শুভ ভাইফোঁটা সকলকে! 

* যতই ঝগড়া হোক, ভাই-বোনের সম্পর্ক থাকুক অটুট। শুভ ভাইফোঁটা সকলকে! 

* হাসি কান্না ভালোবাসায় সারা জীবন এই ভাবেই যেন বেঁচে থাকি আমরা, এই কামনাই করি সারা জীবন। শুভ ভ্রাতৃদ্বিতীয়া।

* আমার সেরা বন্ধু এবং পথপ্রদর্শক হওয়ার জন্য তোমায় ধন্যবাদ।

* এই ভাইফোঁটায় তোমার শান্তি, সাফল্য এবং সুখ সর্বদা কামনা করি।

* জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, আমাদের বন্ধন চিরস্থায়ী হবে। ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা! 

 

Bhaiphota 2025 photos

ভাইফোঁটা ২০২৫ দিনক্ষণ (Bhaiphota 2025 Date Time)

* ভ্রাতৃ দ্বিতীয়া - ২৩ অক্টোবর (৫ কার্তিক), বৃহস্পতিবার। 

* দ্বিতীয় শুরু - ২২  অক্টোবর (৪ কার্তিক) সন্ধ্যা ৬/১৬ মিনিট থেকে। 

* দ্বিতীয়া শেষ - ২৩ অক্টোবর (৫ কার্তিক) রাত ৮/১৯। 


 

POST A COMMENT
Advertisement